প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭

( ১৯৮৭ সনের ৩৮ নং আইন )

পঞ্চম পরিচ্ছেদ

কপোরের্শনের কমর্কর্তা ও কমর্চারীগণ

নিয়োগদানকারী কর্তৃপক্ষ
৫০৷ এই আইনের বিধান ও বিধি সাপেক্ষে, 1[এক হাজার সাত শত পঁচিশ টাকার] ঊর্ধ্বে বেতনের পদে মেয়র এবং অন্যান্য সকল পদে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগদান করিবেন৷

  • 1
    “এক হাজার সাত শত পচিঁশ টাকার” শব্দগুলি “এক হাজার টাকার” শব্দগুলির পরিবর্তে রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ২৮ ধারাবলে প্রতিস্থাপিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs