৮৩৷ (১) কর্পোরেশন নগরবাসীর চিকিত্সার সুবিধার জন্য প্রয়োজনীয় সংখ্যক হাসপাতাল ও ডিসপেনসারী প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে৷
(২) কর্পোরেশন কর্তৃক পরিচালিত প্রত্যেক হাসপাতাল ও ডিসপেনসারী বিধি দ্বারা নির্দ্ধারিত পদ্ধতিতে পরিচালিত হইবে৷
(৩) সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে প্রদত্ত নির্দেশ সাপেক্ষে, কর্পোরেশন উহার পরিচালিত প্রত্যেক হাসপাতাল ও ডিসপেনসারীর জন্য বিধি দ্বারা নির্দ্ধারিত পরিমাণ ও মানের ঔষধপত্র, যন্ত্রপাতি, সাজসরঞ্জাম আসবাবপত্রের ব্যবস্থা করিবে৷