৯০৷ (১) কর্পোরেশন ধোপীদের ব্যবহারের ধোপী-ঘাটের ব্যবস্থা করিবে এবং প্রবিধান দ্বারা উক্ত ব্যবহার নিয়ন্ত্রণ এবং উহা ব্যবহারের জন্য ফিস ধার্য করিতে পারিবে৷
(২) কর্পোরেশন প্রবিধান দ্বারা ধোপীদের লাইসেন্স এবং তাঁহাদের পেশা নিয়ন্ত্রণের ব্যবস্থা করিতে পারিবে৷