সাধারণের বাজার
                        
                        
                    
                    
                    
                
            
            
                
                	৯৬৷ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইন সাপেক্ষে, কর্পোরেশন খাদ্যদ্রব্য, পানীয় ও জীবজন্তু বিক্রয়ের জন্য সাধারণের বাজার প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে৷
 
 
 
 
	(২) আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কর্পোরেশন সাধারণের বাজার নির্মাণের উদ্দেশ্যে তত্কর্তৃক স্থিরীকৃত শর্তাবলী সাপেক্ষে, ইচ্ছুক দখলকারগণের নিকট হইতে নির্দ্ধারিত সালামী বা আগাম ভাড়া আদায় করিতে পারিবে৷
 
 
 
 
	(৩) কর্পোরেশন সাধারণের বাজারের জন্য প্রবিধান দ্বারা:- 
 
 
 
 
(ক)	বাজার ব্যবহার অথবা বাজারে পণ্য বিক্রয়ের জন্য ফিস ধার্য করার; 
 
 
 
 
(খ)	বিক্রয়ার্থ পণ্য বহনকারী যানবাহন বা পশুর উপর ফিস আরোপ করার; 
 
 
 
 
(গ)	দোকান ও ষ্টল ব্যবহারের জন্য ফিস আদায় করার; 
 
 
 
 
(ঘ)	বিক্রয়ের জন্য আনীত বা বিক্রিত পশুর উপর ফিস ধার্য করার; এবং 
 
 
 
 
(ঙ)	বাজারের দালাল, কমিশন এজেন্ট, কয়াল এবং বাজারে জীবিকা অর্জনকারী অন্যান্য ব্যক্তির নিকট হইতে ফিস আদায়ের বিধান করিতে পারিবে৷