সংস্কৃতি
১৩৪৷ কর্পোরেশন-
(ক) পৌর-শিক্ষার প্রসারে এবং সমাজ উন্নয়ন ও জনস্বার্থে সম্পাদিত বিষয়ের প্রচারের জন্য তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করিতে পারিবে;
(খ) সর্বসাধারণের প্রতিষ্ঠান ও ব্যবহার্য জায়গায় রেডিও সেটের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে;
(গ) যাদুঘর ও আর্টগ্যালারী স্থাপন এবং উহার রত্মিগত জিনিসপত্রের প্রদর্শনীর ব্যবস্থা করিতে পারিবে;
(ঘ) পাবলিক হল ও সমাজ কেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করিতে পারিবে;
(ঙ) স্বাধীনতা দিবস ও অন্যান্য জাতীয় ছুটির দিনগুলি উদ্যাপন করিবার ব্যবস্থা করিতে পারিবে;
(চ) কর্পোরেশনে আগমনকারী বিশিষ্ট মেহমানদের সম্বর্ধনার ব্যবস্থা করিতে পারিবে;
(ছ) জাতীয় ভাষার ব্যবহারে উত্সাহ দান করিতে পারিবে;
(জ) জনসাধারণের মধ্যে শরীর চর্চা, ব্যায়াম ও খেলাধূলার উত্সাহ দান এবং ৠালী ও টুর্নামেন্ট পরিচালনা করিতে পারিবে;
(ঝ) নগর ভ্রমণের ব্যবস্থা করিতে পারিবে;
(ঞ) নগরীর ঐতিহাসিক বৈশিষ্ট্যপূর্ণ স্থানসমূহ সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে;
(ট) সর্বসাধারণের চিত্তবিনোদনের জন্য সুবিধাদির ব্যবস্থা গ্রহণ ও উন্নতি বিধান করিতে পারিবে; এবং
(ঠ) দেশীয় সাংস্কৃতির অগ্রগতি ও উন্নয়নের সহায়ক সম্ভাব্য অন্যান্য সকল ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে৷