প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭

( ১৯৮৭ সনের ৩৮ নং আইন )

প্রথম পরিচ্ছেদ

কপোরের্শনের পরিচালনা

কর্পোরেশন বাতিলকরণ
১৪৭৷ (১) যদি প্রয়োজনীয় তদন্তের পর সরকার এইরূপ অভিমত পোষণ করে যে, কর্পোরেশন-
 
 
 
 
(ক) উহার দায়িত্ব পালনে অসমর্থ অথবা ক্রমাগতভাবে উহার দায়িত্ব পালনে ব্যর্থ হইতেছে,
 
 
 
 
(খ) উহার প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনে অসমর্থ,
 
 
 
 
(গ) সাধারণতঃ এমন কাজ করে যাহা জনস্বার্থবিরোধী,
 
 
 
 
(ঘ) উহার ক্ষমতার সীমা লংঘন বা ক্ষমতার অপব্যবহার করিয়াছে বা করিতেছে,
 
 
 
 
1[(ঙ) তত্কর্তৃক আরোপিত বাত্সরিক কর, রেট, সেস, টোল, ফি এবং অন্যান্য চার্জ এর শতকরা পঁচাত্তর ভাগ, কোন যুক্তিসংগত কারণ ব্যতিরেকে, আদায়ে ব্যর্থ হইয়াছে,]
 
 
 
 
তাহা হইলে সরকার, সরকারী গেজেটে প্রকাশিত আদেশ দ্বারা, কর্পোরেশনকে উহার মেয়াদের অবশিষ্ট কার্যকালের অনধিক কোন নির্দিষ্ট সময়ের জন্য বাতিল করিতে পারিবে:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, অনুরূপ আদেশ প্রদানের পূর্বে কর্পোরেশনকে উহার বিরুদ্ধে কারণ দর্শাইবার সুযোগ দিতে হইবে৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এর অধীনে কোন আদেশ প্রকাশিত হইলে,-
 
 
 
 
(ক) কর্পোরেশনের 2[* * *] মেয়র এবং কমিশনারগণ তাঁহাদের পদে আর বহাল থাকিবেন না;
 
 
 
 
(খ) বাতিল থাকাকালীণ সময়ে কর্পোরেশনের যাবতীয় দায়িত্ব 3[সরকার কর্তৃক নিযুক্ত কোন ব্যক্তি বা কর্তৃপক্ষ] পালন করিবেন;
 
 
 
 
(গ) উক্ত সময়ে কর্পোরেশনের সকল তহবিল ও সম্পত্তি সরকারের উপর ন্যস্ত থাকিবে৷

  • 1
    দফা (ঙ) রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ৩১ ধারাবলে সন্নিবেশিত
  • 2
    “ডেপুটি” শব্দটি রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ৩১ ধারাবলে বিলুপ্ত
  • 3
    “সরকার কর্তৃক নিযুক্ত কোন ব্যক্তি বা কর্তৃপক্ষ” শব্দগুলি “মেয়র” শব্দটির পরিবর্তে রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ৩১ ধারাবলে প্রতিস্থাপিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs