প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭

( ১৯৮৭ সনের ৩৮ নং আইন )

চতুর্থ পরিচ্ছেদ

ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী

কর্পোরেশন প্রথম নির্বাচন
১৬৮৷ কমিশনারগণের প্রথম সাধারণ নির্বাচনের উদ্দেশ্যে, সরকার, সরকারী গেজেটে প্রকাশিত আদেশ দ্বারা-
 
 
 
 
(ক) নগরীকে কতকগুলি ওয়ার্ডে বিভক্ত করিতে হইবে,
 
 
 
 
(খ) প্রত্যেকটি ওয়ার্ডের এলাকা কতটুকু হইবে, এবং
 
 
 
 
(গ) প্রত্যেকটি ওয়ার্ডের জন্য কতগুলি আসন বরাদ্দ হইবে তাহা নির্দ্ধারণ করিবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs