বাংলাদেশ ঋণ সালিসি আইন, ১৯৮৯

( ১৯৮৯ সনের ১৫ নং আইন )

মহাজনী ঋণের কবল হইতে কৃষকগণকে রক্ষা করার উদ্দেশ্যে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু মহাজনী ঋণের কবল হইতে কৃষকগণকে রক্ষা করার উদ্দেশ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা, প্রয়োগ ও প্রবর্তন

২৷ সংজ্ঞা

৩৷ আইনের প্রাধান্য

৪৷ দস্ত্মখত বা টিপসহিযুক্ত অলিখিত স্ট্যাম্প কাগজ গ্রহণ নিষিদ্ধ

৫৷ মহাজনী ঋণের শর্ত হিসাবে ফসল অগ্রিম ক্রয় ইত্যাদি নিষিদ্ধ

৬৷ কতিপয় জমির বিক্রয় খায়খালাসী বন্ধক ঘোষণা

৭৷ কতিপয় বিক্রয় বাতিল

৮৷ জমি প্রত্যর্পণের নির্দেশ কার্যকরকরণ

৯৷ প্রত্যর্পিত জমি হস্ত্মান্ত্মরের উপর বিধি নিষেধ

১০৷ কৃষি জমির দখল ইত্যাদির উপর বিধি নিষেধ

১১৷ মহাজনী ঋণ লাঘব

১২৷ দস্তখত বা টিপসহিযুক্ত অলিখিত ষ্ট্যাম্প কাগজ প্রত্যর্পণ

১৩৷ ঋণ সালিসি বোর্ড গঠন

১৪৷ বোর্ডের এখতিয়ার

১৫৷ বোর্ডের কার্যপদ্ধতি

১৬৷ দেওয়ানী আদালতে দরখাস্তর অনুলিপি প্রেরণ ইত্যাদি

১৭৷ বোর্ডের সিদ্ধান্ত্মের অনুলিপি প্রেরণ

১৮৷ সাক্ষীর উপস্থিতি এবং দলিল উপস্থাপন

১৯৷ আপীল

২০৷ সরকারের নিয়ন্ত্রণ

২১৷ চেয়ারম্যান ও সদস্যগণ জনসেবক গণ্য হইবেন

২২৷ বিচার বিভাগীয় কার্যক্রম

২৩৷ শাস্তি

২৪৷ কতিপয় আইন অপ্রযোজ্য

২৫৷ বিধি প্রণয়নের ক্ষমতা

২৬৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

২৭৷ রহিতকরণ ও হেফাজত