প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ ঋণ সালিসি আইন, ১৯৮৯

( ১৯৮৯ সনের ১৫ নং আইন )

বোর্ডের এখতিয়ার
১৪৷ বোর্ডের এখতিয়ার হইবে নিম্্নরূপ, যথা :-
 
 
 
 
(ক) ধারা ৬, ৭, ১১ এবং ১২ এর অধীন পেশকৃত দরখাস্ত্ম গ্রহণ এবং উহার শুনানী অন্ত্মে নিষ্পত্তিকরণ; এবং
 
 
 
 
(খ) এই আইনের অধীন উহাকে প্রদত্ত অন্যান্য তগমতা প্রয়োগ৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs