সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে এই আইনে,-
(ক) “অনুমোদন পত্র” অর্থ কোন শিল্প স্থাপনের ব্যাপারে ধারা ১১(৪) এর অধীন প্রদত্ত অনুমোদন পত্র;
(খ) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান;
(গ) “নির্বাহী পরিষদ” অর্থ ধারা ৮(১) এর অধীন গঠিত নির্বাহী পরিষদ;
(ঘ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(ঙ) “বেসরকারী খাত” অর্থ সরকার কর্তৃক সরকারের জন্য সংরক্ষিত হিসাবে ঘোষিত নহে এমন শিল্প খাত;
(চ) “বোর্ড” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বোর্ড;
(ছ) “ব্যক্তি” বলিতে কোন ব্যক্তিসংঘ, কোম্পানী বা ব্যবসায় প্রতিষ্ঠানকেও বুঝাইবে৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs