প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বিনিয়োগ বোর্ড আইন, ১৯৮৯

( ১৯৮৯ সনের ১৭ নং আইন )

বোর্ডের গঠন
৬৷ (১) বোর্ড নিম্নলিখিত সদস্য-সমন্বয়ে গঠিত হইবে, যথা:-
 
 
 
 
(ক) চেয়ারম্যান;
 
 
 
 
(খ) শিল্প বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার ভাইস-চেয়ারম্যানও হইবেন, পদাধিকারবলে;
 
 
 
 
(গ) অর্থ বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, পদাধিকারবলে;
 
 
 
 
(ঘ) বিদ্যুত্, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, পদাধিকারবলে;
 
 
 
 
(ঙ) বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, পদাধিকারবলে;
 
 
 
 
(চ) বস্ত্র বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, পদাধিকারবলে;
 
 
 
 
(ছ) পাট বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, পদাধিকারবলে;
 
 
 
 
(জ) পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, পদাধিকারবলে;
 
 
 
 
(ঝ) বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, পদাধিকারবলে;
 
 
 
 
(ঞ) শিল্প বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব, পদাধিকারবলে;
 
 
 
 
(ট) অর্থ বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব, পদাধিকারবলে;
 
 
 
 
(ঠ) অভ্যন্তরীণ সম্পদ বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব, পদাধিকারবলে;
 
 
 
 
(ড) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস্‌ অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সভাপতি, পদাধিকারবলে;
 
 
 
 
(ঢ) বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ-এর সভাপতি, পদাধিকারবলে;
 
 
 
 
(ণ) নির্বাহী পরিষদের চেয়ারম্যান, যিনি ইহার সচিবও হইবেন, পদাধিকারবলে ৷
 
 
 
 
(২) বোর্ডের চেয়ারম্যান হইবেন 1[প্রধানমন্ত্রী] বা তত্কর্তৃক বোর্ডের মন্ত্রী-সদস্যগণ হইতে মনোনীত কোন ব্যক্তি৷
 
 
 
 
(৩) বোর্ড অনধিক চারজন অতিরিক্ত সদস্য মনোনীত করিয়া উহার অন্তর্ভুক্ত করিতে পারিবে৷
 
 
 
 
(৪) বোর্ড গঠনে ত্রুটি রহিয়াছে বা উহাতে কোন শূন্যতা রহিয়াছে শুধুমাত্র এই কারণে বোর্ডের কোন কার্য বা কার্যধারা বেআইনী হইবে না বা তত্সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না৷

  • 1
    “প্রধানমন্ত্রী” শব্দটি “রাষ্ট্রপতি” শব্দটির পরিবর্তে বিনিয়োগ বোর্ড (সংশোধন) আইন, ১৯৯২ (১৯৯২ সনের ১ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs