কার্যাবলী
৭৷ বোর্ডের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:-
(ক) বেসরকারী খাতে দ্রুত শিল্পায়নের উদ্দেশ্যে দেশী ও বিদেশী পুঁজি বিনিয়োগে সর্বপ্রকার সুযোগ-সুবিধা প্রদান;
(খ) বেসরকারী খাতের শিল্পে পুঁজি বিনিয়োগ সংক্রান্ত সরকারের নীতি বাস্তবায়ন;
(গ) বেসরকারী খাতে শিল্প বিনিয়োগ-তফসিল প্রণয়ন ও উহার বাস্তবায়ন;
(ঘ) বেসরকারী খাতে শিল্প স্থাপনের জন্য এলাকা-তফসিল প্রণয়ন ও উক্ত এলাকার জন্য বিশেষ সুযোগ-সুবিধা নির্ধারণ;
(ঙ) বেসরকারী খাতে দেশী ও বিদেশী পুঁজি সম্বলিত সকল শিল্প প্রকল্প অনুমোদন ও নিবন্ধীকরণ;
(চ) বেসরকারী খাতে শিল্পে বিনিয়োগের খাত ও সুযোগসমূহ চিহ্নিতকরণ এবং দেশে ও বিদেশে উহার বহুল প্রচারকরণ;
(ছ) বেসরকারী খাতে শিল্পে বিনিয়োগ উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট কৌশল উদ্ভাবন ও উহার বাস্তবায়ন;
(জ) বেসরকারী খাতে শিল্পের অবকাঠামোগত সুবিধার সৃষ্টিকরণ;
(ঝ) বেসরকারী খাতের শিল্পের জন্য প্রয়োজনীয় বিদেশী কর্মকর্তা, বিশেষজ্ঞ ও কর্মচারী নিয়োগের শর্তাবলী নির্ধারণ;
(ঞ) বেসরকারী খাতে প্রযুক্তি হস্তান্তর ও পর্যায়ক্রমিক স্থানীয় উত্পাদনের নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন;
(ট) বেসরকারী খাতে রুগ্ন শিল্প পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান;
(ঠ) বেসরকারী খাতে গুরুত্বপূর্ণ নূতন শিল্পের অর্থায়ন এবং অর্থায়নে সহায়তাকরণ;
(ড) বেসরকারী খাতে শিল্প-বিনিয়োগ-পুঁজি গঠনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাকরণ;
(ঢ) সকল প্রকার শিল্প উপাত্ত সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ ও বিতরণ এবং তদুদ্দেশ্যে ডাটা-ব্যাংক (data-bank) স্থাপন;
(ণ) উপরি-উক্ত কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে কোন পদক্ষেপ গ্রহণ৷