পরিষদের সভায় চাকমা চীফ ও বোমাং চীফের যোগদানের অধিকার
[২৬৷ [চাকমা সার্কেলের চীফ এবং বোমাং সার্কেলের চীফ] ইচ্ছা করিলে বা আমন্ত্রিত হইলে পরিষদের যে কোন সভায় যোগদান করিতে পারিবেন এবং পরিষদের কোন আলোচ্য বিষয়ে তাঁহার মতামত ব্যক্ত করিতে পারিবেন৷]
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs