প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯

( ১৯৮৯ সনের ১৯ নং আইন )

পরিষদের সভায় চাকমা চীফ ও বোমাং চীফের যোগদানের অধিকার
1[২৬৷ 2[চাকমা সার্কেলের চীফ এবং বোমাং সার্কেলের চীফ] ইচ্ছা করিলে বা আমন্ত্রিত হইলে পরিষদের যে কোন সভায় যোগদান করিতে পারিবেন এবং পরিষদের কোন আলোচ্য বিষয়ে তাঁহার মতামত ব্যক্ত করিতে পারিবেন৷]

  • 1
    ধারা ২৬ রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ১৩ ধারাবলে প্রতিস্থাপিত
  • 2
    “চাকমা সার্কেলের চীফ এবং বোমাং সার্কেলের চীফ” শব্দগুলি “রাংগামাটি চাকমা চীফ এবং বান্দরবন বোমাং চীফ ” শব্দগুলির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৯ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs