সূচি
ধারাসমূহ
১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন
৩৷ খাগড়াছড়ি পার্বত্য জেলা [***] পরিষদ স্থাপন
৫৷ চেয়াম্যানের যোগ্যতা ও অযোগ্যতা
৬। উপজাতীয় ও অ-উপজাতীয় সদস্যগণের যোগ্যতা ও অযোগ্যতা
৯৷ চেয়ারম্যান ও সদস্যগণের সুযোগ সুবিধা
১১৷ চেয়ারম্যান ও সদস্যগনের পদত্যাগ
১২৷ চেয়ারম্যান ইত্যাদির অপসারন
১৩৷ চেয়ারম্যান ও সদস্য পদ শুন্য হওয়া
১৬৷ পরিষদের সাধারন নির্বাচনের সময়
১৭৷ ভোটার হওয়ার যোগ্যতা [ও ভোটার তালিকা]
১৯৷ দুই পদের জন্য একই সংগে প্রার্থী হওয়া নিষিদ্ধ
২১৷ চেয়ারম্যান ও সদস্যগনের নির্বাচনের ফলাফল প্রকাশ
২৩৷ সরকার ও পরিষদের কার্যাবলী হস্তান্তর ইত্যাদি
২৬৷ পরিষদের সভায় মং চীফ ও চাকমা চীফের যোগদান ইত্যাদি
৩০৷ নথিপত্র, প্রতিবেদন ইত্যাদি
৩২৷ পরিষদের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ
৩৬৷ পরিষদের তহবিল সংরক্ষণ, বিনিয়োগ ইত্যাদি
৪৩৷ পরিষদের নিকট চেয়ারম্যান ইত্যাদির দায়
৪৪৷ পরিষদ কর্তৃক আরোপনীয় কর এবং সরকারের অন্যান্য সূত্র হইতে প্রাপ্ত আয়
৪৫৷ কর সম্পর্কিত প্রজ্ঞাপন ইত্যাদি
৪৮৷ কর নির্ধারনের বিরুদ্ধে আপত্তি
৫০৷ পরিষদের কার্যাবলীর উপর নিয়ন্ত্রণ
৫১৷ পরিষদের কার্যাবলীর উপর নিয়ন্ত্রণ৷
৫২৷ পরিষদের বিষয়াবলী সম্পর্কে তদন্ত৷
৫৫৷ পরিষদ ও অন্য কোন স্থানীয় কর্তৃপক্ষের বিরোধ
৬৪৷ ভূমি সংক্রান্ত বিশেষ বিধান
৬৬৷ উপজাতীয় বিষয়ে বিরোধ নিস্পত্তি সংক্রান্ত বিধান
৬৭৷ পরিষদ ও সরকারের কার্যাবলীর সমন্বয় সাধন
৭১৷ পরিষদের পক্ষে ও বিপক্ষে মামলা
৭৪৷ পরিষদের চেয়ারম্যান, সদস্য ইত্যাদি জনসেবক (public servant) গণ্য হইবেন
৭৫৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ
৭৭৷ নির্ধারিত পদ্ধতিতে কতিপয় বিষয়ের নিষ্পত্তি
৭৯৷ কোন আইনের বিধান সম্পর্কে আপত্তি
SCHEDULE |