প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯

( ১৯৮৯ সনের ২০ নং আইন )

প্রবিধান প্রণয়নের ক্ষমতা
৬৯৷ (১) এই আইনের উদ্দেশ্য পুরনকল্পে পরিষদ, 1[* * *] এই আইনের বা কোন বিধির বিধানের সহিত অসামঞ্জস্য না হয় এইরূপ প্রবিধান প্রনয়ন করিতে পারিবে 2[:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, প্রণীত প্রবিধানের কোন অংশ সম্পর্কে সরকার যদি মতভিন্নতা পোষণ করে তাহা হইলে সরকার উক্ত প্রবিধান সংশোধনের জন্য পরিষদকে পরামর্শ দিতে বা অনুশাসন করিতে পারিবে৷]
 
 
 
 
(২) বিশেষ করিয়া এবং উপরি-উপক্ত তগমতার সামগ্রিকতাকে তগুণ্ন না করিয়া, অনুরূপ প্রবিধানে নিম্নরূপ সকল অথবা আইনের বা কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা :-
 
 
 
 
(ক) পরিষদের কার্যাবলী পরিচালনা,
 
 
 
 
(খ) পরিষদের সভার ফোরাম নির্ধারণ,
 
 
 
 
(গ) পরিষদের সভায় প্রশ্ন উত্থাপন,
 
 
 
 
(ঘ) পরিষদের সভা আহবান,
 
 
 
 
(ঙ) পরিষদের সভার কার্যবিবরনী লিখণ,
 
 
 
 
(চ) পরিষদের সভায় গৃহীত প্রস্তাবের বাস্তবায়ন,
 
 
 
 
(ছ) সাধারন সীলমোহরের হেফাজত ও ব্যবহার,
 
 
 
 
3[* * *]
 
 
 
 
(ঝ) পরিষদের অফিসের বিভাগ ও শাখা গঠন এবং উহাদের কাজের পরিধি নির্ধারণ
 
 
 
 
(ঞ) কার্যনির্বাহ সংক্রান্ত যাবতীয় বিষয়,
 
 
 
 
(ট) পরিষদ কর্তৃক নিয়োগ করা যাইবে এমন সকল পদে কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ ও তাহাদের শৃংখলা,
 
 
 
 
(ঠ) কর, রেইট, টোল এবং ফিস, ধার্য ও আদায় সম্পর্কিত যাবতীয় বিষয়,
 
 
 
 
(ড) পরিষদের সম্পত্তিতে অবৈধ পদার্পণ নিয়ন্ত্রন,
 
 
 
 
(ঢ) গবাদি পশু ও অন্যান্য প্রাণীর বিক্রয় রেজিষ্ট্রীকরণ,
 
 
 
 
(ণ) এতিমখানা, বিধবা সদন এবং দরিদ্রদের ত্রাণ সম্পর্কিত অন্যান প্রতিষ্ঠানের রেজিষ্ট্রীকরণ ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ,
 
 
 
 
(ত) জনসাধারণের ব্যবহার্য সম্পত্তির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ,
 
 
 
 
(থ) টীকাদান কর্মসূচী বাস্তবায়ন,
 
 
 
 
(দ) সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ,
 
 
 
 
(ধ) খাদ্য দ্রব্যে ভেজাল প্রতিরোধ,
 
 
 
 
(ন) সমাজের বা ব্যক্তির জন্য তগতিকর বা বিরক্তিকর কার্যকলাপ প্রতিরোধ,
 
 
 
 
(প) বিপজ্জনক ও তগতিকর ব্যবসায়-বাণিজ্য নিয়ন্ত্রণ,
 
 
 
 
(ফ) জনসাধারণের ব্যবহার্য ফেরীর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ,
 
 
 
 
(ব) গবাদি পশুর খোয়াড়ের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ,
 
 
 
 
(ভ) ট্রাফিক নিয়ন্ত্রণ,
 
 
 
 
(ম) মেলা, প্রদর্শনী, প্রতিযোগীতামূলক খেলাধূলা ও জনসমাবেশ অনুষ্ঠান ও নিয়ন্ত্রন,
 
 
 
 
(য) বাধ্যতামূলক শিতগাদান কর্মসূচী বাস্তবায়ন,
 
 
 
 
(র) ভিতগাবৃত্তি, কিশোর অপরাধ, পতিতাবৃত্তি ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ,
 
 
 
 
(ল) কোন কোন তেগত্রে লাইসেন্স প্রয়োজন হইবে এবং কি কি শর্তে উহা প্রদান করা হইবে তাহা নির্ধারণ,
 
 
 
 
(শ) এই আইনের অধীন প্রবিধান দ্বারা নিয়ন্ত্রন করিতে হইবে বা করা যাইবে এইরূপ যে কোন বিষয়৷
 
 
 
 
(৩) পরিষদের বিবেচনায় সে প্রকারে প্রকাশ করিলে কোন প্রবিধান সম্পর্কে জনসাধারণ ভালভাবে অবহিত হইতে পারিবে সেই প্রকারে প্রত্যেক প্রবিধান প্রকাশ করিতে হইবে৷

  • 1
    “সরকারের পুর্বানুমোদনক্রমে,” শব্দগুলি ও কমা খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০ নং আইন) এর ৩৩ ধারাবলে বিলুপ্ত
  • 2
    কোলন (:) দাঁড়ির (৷) পরিবর্তে প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০ নং আইন) এর ৩৩ ধারাবলে সংযোজিত
  • 3
    দফা (জ) খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০ নং আইন) এর ৩৩ ধারাবলে বিলুপ্ত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs