প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৯

( ১৯৮৯ সনের ৩৫ নং আইন )

১৯৮৯-৯০ অর্থ বত্সরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩২৮২,৯৫,৯৬,০০০ টাকা অগ্রিম উত্তোলন
২৷ তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যসমূহ নির্বাহ ও উদ্দেশ্যসমূহ পূরণকল্পে ১৯৮৯-৯০ অর্থ বত্সরের কিছু অংশের ব্যয় বহনের জন্য তফসিলের কলাম ৩ এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে তিন হাজার দুই শত বিরাশি কোটি পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs