১৫৷ অর্থ আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ৩৩ নং আইন) এর ধারা ১১ এর উপধারা (৫) এর পর নিম্নরূপ ব্যাখ্যা সন্নিবেশিত হইবে, যথা :-
“ব্যাখ্যা- এই ধারার উদ্দেশ্যে, “বীমা কোম্পানী” অর্থ Insurance Act, 1938 (IV of 1938) এর section 2(8) এর সংজ্ঞাধীন কোন Insurance Company এবং বীমা ব্যবসায়ে নিয়োজিত আপাততঃ বলবত্ অন্য কোন আইন দ্বারা বা আইনের অধীনে স্থাপিত বা গঠিত কোন সংবিধিবদ্ধ সংস্থাও বীমা কোম্পানীর অন্ত্মর্ভুক্ত হইবে৷”