ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ আইন, ১৯৯০

( ১৯৯০ সনের ৩৬ নং আইন )

ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন৷
যেহেতু বৃহত্তর ঢাকা এলাকায় বিদ্যুৎ বিতরণের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ঢাকা বিদ্যুত্ বিতরণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রয়োগ

২৷ সংজ্ঞা

৩৷ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

৪৷ কর্তৃপক্ষের কার্যাবলী

৫৷ কর্তৃপক্ষের গঠন

৬৷ কর্তৃপক্ষের সভা

৭৷ কর্তৃপক্ষের সহিত বোর্ডের সম্পর্ক

৭ক৷ অন্যান্য উৎস হইতে কর্তৃপক্ষের বিদ্যুৎ ক্রয়ের ক্ষমতা

৮৷ কর্তৃপক্ষ লাইসেন্সী

৯৷ তহবিল

১০৷ ঋণ গ্রহণের ক্ষমতা

১১৷ বার্ষিক বাজেট বিবরণী

১২৷ হিসাব রক্ষণ ও নিরীক্ষা

১৩৷ কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারী

১৪৷ বকেয়া পাওনা আদায়

১৫৷ কর্তৃপক্ষের জন্য জমি অধিগ্রহণ

১৬৷ প্রবেশ ইত্যাদির ক্ষমতা

১৭৷ প্রতিবেদন

১৮৷ ক্ষমতা অর্পণ

১৯৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

২০৷ চেয়ারম্যান ও সদস্যগণ জনসেবক বলিয়া গণ্য হইবেন

২১৷ সরকারের নির্দেশ

২১ক। কতৃর্পক্ষের উদ্যোগ (undertaking) কোন পাবলিক লিমিটেড কোম্পানির নিকট হস্তান্তরের ক্ষমতা

২২৷ বিধি প্রণয়নের ক্ষমতা

২৩৷ প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৪৷ বোর্ডের সম্পদ ইত্যাদি হস্তান্তর

২৫৷ অসুবিধা দূরীকরণ

২৬৷ রহিতকরণ ও হেফাজত