Toggle navigation
হোম
লজ অব বাংলাদেশ
কালানুক্রমিক সূচী
বর্ণানুক্রমিক সূচী
আইন অনুসন্ধান
সংশ্লিষ্ট সংযোগ
যোগাযোগ/অভিমত
পূর্বতন ওয়েবসাইট
সাহায্য
অনুসন্ধান
প্রিন্ট
শব্দকোষ
রোমান সংখ্যা
যোগাযোগ/অভিমত
বাংলা
|
English
প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ আইন, ১৯৯০
( ১৯৯০ সনের ৩৬ নং আইন )
[ ২৩ জুন, ১৯৯০ ]
ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন৷
যেহেতু বৃহত্তর ঢাকা এলাকায় বিদ্যুৎ বিতরণের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ঢাকা বিদ্যুত্ বিতরণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
সংক্ষিপ্ত শিরোনামা ও প্রয়োগ
১৷ (১) এই আইন
ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ আইন, ১৯৯০
নামে অভিহিত হইবে৷
(২) ইহা বৃহত্তর ঢাকা এলাকায় প্রযোজ্য হইবে৷
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs