দানকর আইন, ১৯৯০

( ১৯৯০ সনের ৪৪ নং আইন )

দানের উপর কর ধার্যকরণকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু দানের উপর কর ধার্যকরণ সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা এবং প্রবর্তন

২৷ সংজ্ঞা

৩৷ দানকর ধার্যকরণ

৪৷ কতিপয় দানের ক্ষেত্রে অব্যাহতি

৫৷ দানের মূল্য নিরূপণ পদ্ধতি

৬৷ দানকর নির্ধারণ ও আদায়

৭৷ দানের রিটার্ন

৮৷ কর পরিশোধ

৯৷ বিলম্বে রিটার্ন দাখিল এবং রিটার্ন সংশোধন

১০৷ কর নির্ধারণ

১১৷ খেলাপ ও তথ্য গোপনের জরিমানা

১২৷ আপীল, ইত্যাদি

১৩৷ দাবীর নোটিশ

১৪৷ কর ও জরিমানা আদায়

১৫৷ ভুল সংশোধন

১৬৷ নোটিশ জারী

১৭৷ দানকর কর্তৃপক্ষের জন্য বোর্ডের আদেশ নির্দেশ ইত্যাদি মান্য করা বাধ্যতামূলক

১৮৷ মামলা দায়েরে বিধি-নিষেধ

১৯৷ অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে হাজিরা

২০৷ কতিপয় ক্ষেত্রে আইনের অপ্রযোজ্যতা

২১৷ বিধি প্রণয়নের ক্ষমতা

তফসিল

SCHEDULE