প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

দানকর আইন, ১৯৯০

( ১৯৯০ সনের ৪৪ নং আইন )

কতিপয় ক্ষেত্রে আইনের অপ্রযোজ্যতা
২০৷ এই আইনের বিধানসমূহ-
 
 
(ক) কোন আইন দ্বারা বা উহার অধীন স্থাপিত বা গঠিত কোন সংবিধিবদ্ধ সংস্থা কর্তৃক কৃত দান;
 
 
(খ) আয়কর অধ্যাদেশের SIXTH SCHEDULE এর 1[Part A] এর Paragraph 1 এবং 2 এর আওতায় করমুক্ত কোন প্রতিষ্ঠান বা তহবিল কর্তৃক কৃত দান
 
 
-এর ক্ষেত্রে প্রযোজ্য হইবে না৷

  • 1
    “Part A” শব্দ ও বর্ণটি “Part B” শব্দ ও বর্ণটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২১ নং আইন) এর ১০ ধারাবলে প্রতিস্থাপিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs