নদী গবেষণা ইনষ্টিটিউট আইন, ১৯৯০

( ১৯৯০ সনের ৫৩ নং আইন )

নদী গবেষণা ইনষ্টিটিউট স্থাপনকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু নদী গবেষণা ইনষ্টিটিউট নামে একটি ইনষ্টিটিউট স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 
 
 

সূচি

ধারাসমূহ