বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১

( ১৯৯১ সনের ৩ নং আইন )

বাড়ী ভাড়া নিয়ন্ত্রণের জন্য অধিকতর সুষ্ঠু বিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু বাড়ী ভাড়া নিয়ন্ত্রণের জন্য অধিকতর সুষ্ঠু বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

২৷ সংজ্ঞা

৩৷ নিয়ন্ত্রক ইত্যাদি নিয়োগ

৪৷ কতিপয় দরখাস্তের চূড়ান্ত শুনানী

৫৷ বাড়ী-মালিক ও ভাড়াটিয়ার প্রতি নোটিশ

৬৷ বাড়ীতে প্রবেশ ও পরিদর্শনের ক্ষমতা

৭৷ ভাড়া বৃদ্ধির উপর বাধানিষেধ

৮৷ বাড়ী-মালিক কর্তৃক উন্নয়ন এবং আসবাবপত্র সরবরাহের জন্য ভাড়া বৃদ্ধিকরণ

৯৷ কর প্রদানের কারণে ভাড়া বৃদ্ধি

১০৷ প্রিমিয়াম ইত্যাদির দাবী নিষিদ্ধ

১১৷ উন্নয়নের জন্য দীর্ঘ মেয়াদী ভাড়ার ক্ষেত্রে ব্যতিক্রম

১২৷ আসবাবপত্র ক্রয় ভাড়ার শর্ত হইবে না

১৩৷ ভাড়া আদায়ের রশিদ প্রদান

১৪৷ অনাদায়যোগ্য ভাড়া ইত্যাদি ফেরত্

১৫৷ নিয়ন্ত্রকের ক্ষমতা ও দায়িত্ব

১৬৷ মানসম্মত ভাড়া কার্যকর হওয়ার তারিখ এবং উহার মেয়াদ

১৭৷ কতিপয় ক্ষেত্রে ক্রোক, পরোয়ানা ইত্যাদি

১৮৷ অনুমোদনযোগ্য ভাড়া প্রদান করা হইলে সাধারণতঃ উচ্ছেদের আদেশ দেওয়া হইবে না

১৯৷ কতিপয় পরিস্থিততে ভাড়াটিয়া কর্তৃক ভাড়া জমা

২০৷ মনি-অর্ডার যোগে প্রেরিত ভাড়া গ্রহণ বা ভাড়া উঠানোর বিষয়ে হেফাজত

২১৷ ভাড়াটিয়া কর্তৃক মেরামত ইত্যাদি

২২৷ ডেপুটি কমিশনার কর্তৃক বাড়ী মেরামত ইত্যাদি

২৩৷ মানসম্মত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের দণ্ড

২৪৷ সুখাধিকার ইত্যাদিতে বাধা প্রদানের দণ্ড

২৫৷ বাড়ী-মালিকের ভুল নাম বা ঠিকানা দেওয়ার দণ্ড

২৬৷ বাড়ী দখল বুঝাইয়া দেওয়ার ক্ষেত্রে ভাড়াটিয়ার ব্যর্থতার দণ্ড

২৭৷ রশিদ প্রদানে ব্যর্থতার দণ্ড

২৮৷ অভিযোগ দায়ের ইত্যাদি

২৯৷ অভিযোগ তামাদি

৩০৷ আপীল ও পুনর্বিবেচনা

৩১৷ নিয়ন্ত্রকের আদেশের সত্যায়িত নকল সরবরাহ

৩২৷ বাড়ী-মালিকের বিনা অনুমতিতে বাড়ীতে বিদ্যুত্ সরবরাহ পাওয়ার অধিকারী

৩৩৷ অব্যাহতি

৩৪৷ বিধি প্রণয়নের ক্ষমতা

৩৫৷ হেফাজত

৩৬৷ রহিতকরণ ও হেফাজত