জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১

( ১৯৯১ সনের ৯ নং আইন )

জাতীয় মহিলা সংস্থা প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু মহিলাদের সার্বিক কল্যাণকল্পে জাতীয় মহিলা সংস্থা নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
এবং যেহেতু সংসদ অধিবেশনে নাই এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্ত্মোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;
 
 
 
 
সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ আইন প্রণয়ন ও জারী করিলেন :-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা

২৷ সংজ্ঞা

৩৷ জাতীয় মহিলা সংস্থা প্রতিষ্ঠা

৪৷ প্রধান কার্যালয়

৫৷ পরিচালনা ও প্রশাসন

৬৷ প্রধান পৃষ্ঠপোষক

৭৷ কার্যাবলী

৮৷ পরিচালনা পরিষদ

৯৷ নির্বাহী কমিটি

১০৷ জেলা কমিটি

১১৷ উপজেলা কমিটি

১২৷ পরিষদ, জেলা ও উপজেলা কমিটির চেয়ারম্যান পদে সাময়িক শূন্যতা

১৩৷ জেলা ও উপজেলা কমিটির কার্যাবলী

১৪৷ সভা

১৫৷ কতিপয় ক্ষেত্রে একই ব্যক্তির একাধিক পদে থাকা নিষিদ্ধ

১৬৷ পরিষদ ইত্যাদি গঠনে ত্রুটির জন্য কার্যধারা অবৈধ হইবে না

১৭৷ সংস্থার তহবিল

১৮৷ বাজেট

১৯৷ হিসাব রক্ষণ ও নিরীক্ষা

২০৷ প্রতিবেদন

২১৷ নির্বাহী পরিচালক

২২৷ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

২৩৷ ক্ষমতা অর্পণ

২৪৷ জনসেবক

২৫৷ বিধি প্রণয়নের ক্ষমতা

২৬৷ প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৭৷ রহিতকরণ ও হেফাজত

২৮৷ রহিতকরণ ও হেফাজত