ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১

( ১৯৯১ সনের ১৪ নং আইন )

১০১। নথিপত্র সংরক্ষণের বিষয়ে সরকারের বিধি প্রণয়নের ক্ষমতা

১০২৷ পরিশোধিত দাবী সম্বলিত দলিল গ্রাহকের নিকট ফেরত প্রদান

১০৩৷ আমানতী অর্থ পরিশোধের জন্য মনোনয়ন দান

১০৪৷ আমানত সম্পর্কে অন্য কোন ব্যক্তির দাবী অগ্রহণযোগ্য

১০৫৷ ব্যাংক-কোম্পানীর নিরাপদ জিম্মায় রক্ষিত সামগ্রী ফেরত্ প্রদানের জন্য মনোনয়ন

১০৬৷ জিম্মায় রক্ষিত কোন সামগ্রী সম্পর্কে অন্য কোন ব্যক্তির দাবী অগ্রহণযোগ্য

১০৭৷ নিরাপদ লকারে রক্ষিত সামগ্রী ফেরত্ প্রদান

১০৮৷ নিরাপদ লকারে রক্ষিত সামগ্রী সম্পর্কে অন্য কোন ব্যক্তির দাবী অগ্রহণযোগ্য

১০৯৷ দণ্ড

১১০৷ ব্যাংক-কোম্পানীর চেয়ারম্যান, পরিচালক ইত্যাদি জনসেবক

১১১। অপরাধ বিচারার্থ গ্রহণ

১১২। ব্যাংক-কোম্পানীর বিরুদ্ধে শাস্তিমূলক কার্যধারা গ্রহণের পদ্ধতি

১১৩৷ আদায়কৃত অর্থ ব্যবহার

১১৪৷ প্রাইভেট ব্যাংক-কোম্পানীর জন্য বিশেষ বিধান

১১৫। চেক দ্বারা প্রত্যাহারযোগ্য আমানত গ্রহণের উপর বাধা-নিষেধ

১১৬৷ ব্যাংক-কোম্পানীর নাম পরিবর্তন

১১৭৷ ব্যাংক-কোম্পানীর সংঘ স্মারক পরিবর্তন

১১৮৷ কতিপয় ক্ষতিপূরণের দাবী নিষিদ্ধ

১১৯৷ তথ্য বিনিময়

১২০৷ বিধি প্রণয়নের ক্ষমতা

১২১৷ কতিপয় ক্ষেত্রে অব্যাহতি প্রদানের ক্ষমতা

১২২৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

১২৩৷ রহিতকরণ ও হেফাজত

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs