প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১

( ১৯৯১ সনের ২২ নং আইন )

সম্পূরক শুল্ক আরোপ
৭৷ (১) বিলাস পণ্য, অত্যাবশ্যক নহে এবং সামাজিকভাবে অনভিপ্রেত 1[এবং অন্যান্য পণ্য ও সেবা যাহার উপর জনস্বার্থে সম্পূরক শুল্ক আরোপ করা যুক্তিযুক্ত] তৃতীয় তফসিলে উল্লিখিত এমন পণ্য ও সেবা যাহা বাংলাদেশে সরবরাহকৃত, আমদানিকৃত বা প্রদত্ত হয় উহার উপর উক্ত তফসিলে উল্লিখিত হারে সম্পূরক শুল্ক আরোপিত হইবে৷
 
 
(২) সম্পূরক শুল্ক আরোপের উদ্দেশ্যে পণ্য বা সেবার মূল্য হইবে,-
 
 
(ক) আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে, আমদানি শুল্ক আরোপের লক্ষ্যে Customs Act এর Section 25 2[অথবা section 25A] এর অধীন 3[আমদানী শুল্ক আরোপনীয় মূল্যের সহিত আমদানী শুল্ক 4[এবং অন্যান্য শুল্ক ও কর( অগ্রিম আয়কর, সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর ব্যতীত ) যোগ] করিয়া যে মূল্য হয় সেই মূল্য];
 
 
(খ) বাংলাদেশে প্রস্তুতকৃত বা উত্পাদিত পণ্যের ক্ষেত্রে, প্রস্তুতকারক বা উত্পাদক কর্তৃক 5[এবং করযোগ্য অন্যান্য পণ্যের ক্ষেত্রে ব্যবসায়ী কর্তৃক] উক্ত পণ্যের ক্রেতার নিকট হইতে প্রাপ্য পণ 6[যাহাতে] মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক অন্তর্ভুক্ত থাকিবে না; 7[***]
 
 
(গ) বাংলাদেশে প্রদত্ত সেবার ক্ষেত্রে, সেবা প্রদান বাবদ সর্বমোট প্রাপ্তি যাহাতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অন্তর্ভুক্ত থাকিবে না 8[; এবং
 
 
(ঘ) যে পণ্যের ক্ষেত্রে খুচরা মূল্যের ভিত্তিতে মূল্য সংযোজন কর আরোপিত হইবে সেই পণ্যের ক্ষেত্রে সম্পূরক শুল্ক আরোপের উদ্দেশ্যে এই আইনের ধারা ৫ (৩) এ বর্ণিত খুচরা মূল্য উক্ত পণ্যের মূল্য বলিয়া বিবেচিত হইবে৷]
 
 
(৩) মূল্য সংযোজন কর যে সময় ও পদ্ধতিতে প্রদান করা হয় সেই একই সময় ও পদ্ধতিতে সম্পূরক শুল্ক প্রদেয় হইবে৷

  • 1
    “এবং অন্যান্য পণ্য ও সেবা যাহার উপর জনস্বার্থে সম্পূরক শুল্ক আরোপ করা যুক্তিযুক্ত” শব্দগুলি অর্থ আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১৬ নং আইন) এর ৭ ধারাবলে সন্নিবেশিত
  • 2
    “অথবা section 25A” শব্দগুলি, সংখ্যাটি ও অক্ষরটি অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ৮ ধারাবলে সন্নিবেশিত
  • 3
    “আমদানী শুল্ক আরোপনীয় মূল্যের সহিত আমদানী শুল্ক যোগ করিয়া যে মূল্য হয় সেই মূল্য” শব্দগুলি “আমদানি শুল্ক যে মূল্যের উপর আরোপিত হয় সেই মূল্য” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 4
    “এবং অন্যান্য শুল্ক ও কর( অগ্রিম আয়কর, সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর ব্যতীত ) যোগ” শব্দগুলি, বন্ধনী ও কমা “যোগ” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫০ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 5
    “এবং করযোগ্য অন্যান্য পণ্যের ক্ষেত্রে ব্যবসায়ী কর্তৃক” শব্দগুলি অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত
  • 6
    “যাহাতে” শব্দটি “যাহা” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 7
    “এবং” শব্দটি অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে বিলুপ্ত
  • 8
    দাঁড়ির (৷) পরিবর্তে “; এবং” সেমিকোলন এবং শব্দটি প্রতিস্থাপিত এবং অতঃপর দফা (ঘ) অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে সংযোজিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs