প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১

( ১৯৯১ সনের ২২ নং আইন )

নিবন্ধন বাতিলকরণ
১৯৷ (১) কোন নিবন্ধিত 1[ অথবা তালিকাভূক্ত] ব্যক্তি করযোগ্য পণ্য সরবরাহ বা সেবা প্রদান বা করযোগ্য পণ্য আমদানি বা যে কোন পণ্য বা সেবা রপ্তানির ব্যবসায় কার্য পরিচালনা হইতে বিরত হইলে তিনি উক্তরূপ বিরত হওয়ার চৌদ্দ দিনের মধ্যে তত্সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করিবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যদি সন্তুষ্ট হন যে, উক্ত ব্যক্তির মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক সম্পর্কিত কোন অনিষ্পন্ন দায়-দায়িত্ব নাই তাহা হইলে তিনি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তত্কর্তৃক নিধার্য তারিখে উক্ত ব্যক্তির নিবন্ধন 2[অথবা তালিকাভূক্তি সংখ্যা] বাতিল করিবেন 3[:
 
 
তবে শর্ত থাকে যে, ধারা ১৫ এর উপ-ধারা (২) এর শর্তাংশের আলোকে বোর্ডে নির্দেশ মোতাবেক বিভাগীয় কর্মকর্তা কর্তৃক নিবন্ধন প্রদান করা হইলে উক্তরূপ নিবন্ধান বাতিলের পূর্বে সংশ্লিষ্ট কমিশনার এতদ্সংক্রান্ত সকল তথ্য উল্লেখপূর্বক নিবন্ধন বাতিলের সুপারিশসহ একটি প্রতিবেদন বোর্ডে প্রেরণ করিবেন এবং বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শুনানী গ্রহণপূর্বক নিবন্ধন প্রদান সংক্রান্ত তদ্‌কর্তৃক প্রদত্ত আদেশ বাতিলের সিদ্ধান্ত প্রদান করিলে উক্তরূপ সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট কর্মকর্তা নিবন্ধন বাতিলের কার্যক্রম গ্রহণ করিবেন।]
 
4[(১ক) সংশ্লিষ্ট কর্মকর্তা যদি তদন্তপূর্বক এই মর্মে নিশ্চিত হন যে, নিবন্ধিত 5[অথবা তালিকাভূক্ত] ব্যক্তি অসত্য তথ্য সরবরাহ করিয়া 6[নিবন্ধন অথবা তালিকাভুক্তি সংখ্যা গ্রহণ করিয়াছেন অথবা ধারা ৩৭ এর উপ-ধারা (৪) এর দফা (ক) অনুসারে নিন্ধন বাতিল করা হইয়াছে] , তাহা হইলে তিনি সংশ্লিষ্ট নিবন্ধিত 7[অথবা তালিকাভূক্ত] ব্যক্তিকে যুক্তিসঙ্গত শুনানীর সুযোগ প্রদান করিয়া উক্ত ব্যক্তির মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সম্পর্কীত কোন অনিষ্পন্ন দায়-দায়িত্ব, যদি থাকে, তাহা নিষ্পত্তি পূর্বক উক্ত ব্যক্তির নিবন্ধন বাতিল করিতে পারিবেন৷]
 
 
(২) যদি কোন নিবন্ধিত ব্যক্তির বার্ষিক টার্ণওভার ধারা ১৬ এর অধীন সরকার কর্তৃক নির্ধারিত পরিমাণের কম হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তা সন্তুষ্ট হন যে, উক্ত ব্যক্তির আর ধারা ১৫ এর অধীন নিবন্ধিত থাকার বাধ্যবাধকতা নাই তাহা হইলে উক্ত ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তত্কর্তৃক নিধার্য তারিখে তাহার নিবন্ধন বাতিল করিবেন৷
 
 
8[(৩) যদি কোন ব্যক্তির নিবন্ধন বাতিল হয় এবং নিবন্ধন বাতিলের তারিখ হইতে কোন কর বা শুল্ক রেয়াত বা চলতি হিসেবে অন্য কোন জের পাওনা থাকে, তাহা হইলে উক্ত রেয়াত বা জের, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, ফেরত্ পাওয়ার অধিকারী হইবে, তবে এইক্ষেত্রে ধারা ৬৭ এর উপ-ধারা (১) এর শর্তাংশে বিধৃত ছয় মাসের মধ্যে ফেরত্ প্রদানের দাবী উত্থাপনের শর্ত প্রযোজ্য হইবে না৷]
 
9[(৪) এই ধারার অধীন কোন নিবন্ধন বা তালিকাভুক্তি বাতিল হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তা যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, উক্ত ব্যক্তির নিকট কোন বকেয়া পাওনা রহিয়াছে তাহা হইলে উক্ত ব্যক্তির নিকট প্রাপ্য বকেয়া ও যাবতীয় পাওনাদি এমনভাবে আদায় করা হইবে যেন তিনি এই আইনের অধীনে একজন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি]

  • 1
    “অথবা তালিকাভূক্ত” শব্দগুলি “নিবন্ধিত” শব্দের পর অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫২ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 2
    “অথবা তালিকাভূক্তি সংখ্যা” শব্দগুলি “নিবন্ধন” শব্দের পর অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫২ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 3
    “কোলন” চিহ্নটি “দাড়ি” চিহ্নের পরিবর্তে প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশ অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫২ ধারাবলে সংযোজিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 4
    উপ-ধারা (১ক) অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৮২ ধারাবলে সন্নিবেশিত
  • 5
    “অথবা তালিকাভূক্ত” শব্দগুলি “নিবন্ধিত” শব্দের পর অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫২ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 6
    “নিবন্ধন অথবা তালিকাভুক্তি সংখ্যা গ্রহণ করিয়াছেন অথবা ধারা ৩৭ এর উপ-ধারা (৪) এর দফা (ক) অনুসারে নিন্ধন বাতিল করা হইয়াছে” শব্দগুলি, সংখ্যাগুলি, বর্ণ ও বন্ধনীগুলি “নিবন্ধন গ্রহণ করিয়াছেন” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫২ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 7
    “অথবা তালিকাভূক্ত” শব্দগুলি “নিবন্ধিত” শব্দের পর অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫২ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 8
    উপ-ধারা (৩) অর্থ আইন, ২০০৩ (২০০৩ সনের ১৭ নং আইন) এর ৪০ ধারাবলে প্রতিস্থাপিত
  • 9
    উপ ধারা (৪) অর্থ আইন, ২০১০ ( ২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭৭ ধারাবলে সংযোজিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs