মূল্য সংযোজন কর কর্মকর্তাগণের নিয়োগ
[ ২০৷[(১)] বোর্ড, এই আইন ও বিধি কার্যকর করিবার উদ্দেশ্যে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত যে কোন এলাকার জন্য যে কোন ব্যক্তিকে-
[(ক) সদস্য, মূল্য সংযোজন কর;]
[(কক) চীফ কমিশনার, মূল্য সংযোজন কর ;
(ককক) কমিশনার, মূল্য সংযোজন কর; . ]
(খ) কমিশনার (আপীল), মূল্য সংযোজন কর;
(গ) কমিশনার, বৃহত্ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর;
[(গগ) মহা-পরিচালক, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল;]
(ঘ) মহাপরিচালক, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর;
(ঙ) মহাপরিচালক, শুল্ক, রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর, মূল্য সংযোজন কর;
[(চ) অতিরিক্ত কমিশনার, অতিরিক্ত মহাপরিচালক বা পরিচালক (সিআইসি), মূল্য সংযোজন কর;
(ছ) যুগ্ম-কমিশনার, যুগ্ম-পরিচালক (সিআইসি) বা পরিচালক, মূল্য সংযোজন কর;]
(জ) উপ-কমিশনার বা উপ-পরিচালক, মূল্য সংযোজন কর;
(ঝ) সহকারী কমিশনার বা সহকারী পরিচালক, মূল্য সংযোজন কর;
(ঞ) [রাজস্ব কর্মকর্তা], মূল্য সংযোজন কর;
(ট) [সহকারী রাজস্ব কর্মকর্তা], মূল্য সংযোজন কর; বা
(ঠ) অন্য যে কোন পদবীর মূল্য সংযোজন কর কর্মকর্তা,নিয়োগ করিতে পারিবে৷]
[(২) উপ-ধারা (১) এর অধীনে নিয়োগকৃত মূল্য সংযোজন কর কর্মকর্তাগণ মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ হিসাবে অভিহিত হইবে।]