প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১

( ১৯৯১ সনের ২২ নং আইন )

মূল্য সংযোজন কর কর্মকর্তাগণের নিয়োগ
1[ ২০৷2[(১)] বোর্ড, এই আইন ও বিধি কার্যকর করিবার উদ্দেশ্যে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত যে কোন এলাকার জন্য যে কোন ব্যক্তিকে-
 
 
 
3[(ক) সদস্য, মূল্য সংযোজন কর;]
 
4[(কক) চীফ কমিশনার, মূল্য সংযোজন কর ;
 
(ককক) কমিশনার, মূল্য সংযোজন কর; . ]
 
 
(খ) কমিশনার (আপীল), মূল্য সংযোজন কর;
 
 
(গ) কমিশনার, বৃহত্ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর;
 
 
5[(গগ) মহা-পরিচালক, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল;]
 
 
(ঘ) মহাপরিচালক, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর;
 
 
(ঙ) মহাপরিচালক, শুল্ক, রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর, মূল্য সংযোজন কর;
 
 
6[(চ) অতিরিক্ত কমিশনার, অতিরিক্ত মহাপরিচালক বা পরিচালক (সিআইসি), মূল্য সংযোজন কর;
 
 
(ছ) যুগ্ম-কমিশনার, যুগ্ম-পরিচালক (সিআইসি) বা পরিচালক, মূল্য সংযোজন কর;]
 
 
(জ) উপ-কমিশনার বা উপ-পরিচালক, মূল্য সংযোজন কর;
 
 
(ঝ) সহকারী কমিশনার বা সহকারী পরিচালক, মূল্য সংযোজন কর;
 
 
(ঞ) 7[রাজস্ব কর্মকর্তা], মূল্য সংযোজন কর;
 
 
(ট) 8[সহকারী রাজস্ব কর্মকর্তা], মূল্য সংযোজন কর; বা
 
 
(ঠ) অন্য যে কোন পদবীর মূল্য সংযোজন কর কর্মকর্তা,নিয়োগ করিতে পারিবে৷]
 
9[(২) উপ-ধারা (১) এর অধীনে নিয়োগকৃত মূল্য সংযোজন কর কর্মকর্তাগণ মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ হিসাবে অভিহিত হইবে।]

  • 1
    ধারা ২০ অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৫০ ধারাবলে প্রতিস্থাপিত
  • 2
    বিদ্যমান ধারাটি উপ-ধারা (১) হিসেবে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭৮ ধারাবলে সংখায়িত।
  • 3
    দফা (কক) ও (ককক) হিসাবে দফা (ক) ও (কক) পুনঃসংখ্যায়িত এবং পুনঃসংখ্যায়িত দফা (কক) এর পূর্বে দফা (ক) অর্থ আইন, ২০১২ এর ৬৪ (ক) ধারাবলে সংযোজিত।
  • 4
    ‘‘চীফ কমিশনার, মূল্য সংযোজন কর;’’ শব্দাবলী, কমা ও সেমিকোলন ‘‘কমিশনার, মূল্য সংযোজন কর;’’ শব্দাবলী, কমা ও সেমিকোলন এর পরিবর্তে অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ৭০ ধারাবলে প্রতিস্থাপিত এবং একইসাথে দফা (কক) সন্নিবেশিত।
  • 5
    দফা (গগ) অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৯ নং আইন) এর ৬২ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৭ তারিখ হইতে কার্যকর।
  • 6
    দফা (চ) ও (ছ) অর্থ আইন, ২০১২ এর ৬৪ (খ) ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 7
    “রাজস্ব কর্মকর্তা” শব্দগুলি “সুপারিনটেনডেন্ট” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭৮ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 8
    “সহকারী রাজস্ব কর্মকর্তা” শব্দগুলি “ইন্সপেক্টর” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) ঙি ৭৮ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 9
    উপ-ধারা (২) সংখায়িত উপ-ধারা (১) এর পর অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭৮ ধারাবলে সংযোজিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs