প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১

( ১৯৯১ সনের ২২ নং আইন )

নথিপত্র সংরক্ষণের মেয়াদ
1[ ৩৩৷2[(১)] যে নিবন্ধিত ব্যক্তির ধারা ৩১ এর অধীন কোন নথিপত্র সংরক্ষণের বাধ্যবাধকতা রহিয়াছে, তাহাকে উক্ত নথিপত্র যে করমেয়াদ সম্পর্কিত সেই করমেয়াদ সমাপ্তির পরবর্তী অন্যুন 3[৬(ছয়)] বছর উহা বাংলাদেশে সংরক্ষণ করিতে হইবে; তবে, নিবন্ধিত ব্যক্তির বিরুদ্ধে 4[এই আইনের অধীন উদ্ভূত কোন বিরোধ বা তদন্ত বা মামলা অনিষ্পন্ন থাকিলে, উহা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত বিরোধ বা তদন্ত বা] মামলা সংশ্লিষ্ট কর মেয়াদের নথিপত্র সংরক্ষণ করিতে হইবে৷]
 
5[(২) উৎসে মূল্য সংযোজন কর কর্তনকারীকে বিধিতে উল্লিখিত দলিলাদি অন্যূন ৬(ছয়) বছর পর্যন্ত সংরক্ষণ করিতে হইবে৷]]

  • 1
    ধারা ৩৩ অর্থ আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১৬ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত
  • 2
    বিদ্যমান বিধানটি উপ-ধারা(১) হিসেবে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮২ ধারাবলে সংখ্যায়িত।
  • 3
    “৬(ছয়)” সংখ্যা, বন্ধনী ও শব্দ “চার” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮২ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 4
    ‘‘এই আইনের অধীন উদ্ভূত কোন বিরোধ বা তদন্ত বা মামলা অনিষ্পন্ন থাকিলে, উহা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত বিরোধ বা তদন্ত বা’’ শব্দগুলি ও কমা ‘‘এই আইনে দায়েরকৃত যে কোন মামলা অনিষ্পন্ন থাকিলে, উক্ত মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত’’ শব্দগুলি ও কমার পরিবর্তে অর্থ আইন, ২০১২ এর ৬৯ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 5
    উপ-ধারা (২) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮২ ধারাবলে সংযোজিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs