নথিপত্র সংরক্ষণের মেয়াদ
[ ৩৩৷[(১)] যে নিবন্ধিত ব্যক্তির ধারা ৩১ এর অধীন কোন নথিপত্র সংরক্ষণের বাধ্যবাধকতা রহিয়াছে, তাহাকে উক্ত নথিপত্র যে করমেয়াদ সম্পর্কিত সেই করমেয়াদ সমাপ্তির পরবর্তী অন্যুন [৬(ছয়)] বছর উহা বাংলাদেশে সংরক্ষণ করিতে হইবে; তবে, নিবন্ধিত ব্যক্তির বিরুদ্ধে [এই আইনের অধীন উদ্ভূত কোন বিরোধ বা তদন্ত বা মামলা অনিষ্পন্ন থাকিলে, উহা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত বিরোধ বা তদন্ত বা] মামলা সংশ্লিষ্ট কর মেয়াদের নথিপত্র সংরক্ষণ করিতে হইবে৷]
[(২) উৎসে মূল্য সংযোজন কর কর্তনকারীকে বিধিতে উল্লিখিত দলিলাদি অন্যূন ৬(ছয়) বছর পর্যন্ত সংরক্ষণ করিতে হইবে৷]]
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs