প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১

( ১৯৯১ সনের ২২ নং আইন )

নথিপত্র ইত্যাদি পেশকরণ
৩৪৷ যে কোন সময় কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা এতদুদ্দেশ্যে নির্দেশ দান করিলে কোন নিবন্ধিত ব্যক্তি তাহার অধিকার বা নিয়ন্ত্রণাধীন 1[নথিপত্র, বাণিজ্যিক দলিলাদি, ইত্যাদি] নথিপত্র উক্ত কর্মকর্তার নিকট পেশ করিতে বাধ্য থাকিবেন৷

  • 1
    “নথিপত্র, বাণিজ্যিক দলিলাদি, ইত্যাদি” শব্দগুলি ও কমাগুলি “নথিপত্র” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৯৪ ধারাবলে প্রতিস্থাপিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs