প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১

( ১৯৯১ সনের ২২ নং আইন )

ক্ষমতাপ্রাপ্ত1[ প্রতিনিধির মাধ্যমে উপস্থিতি]
৪৬৷ 2[(১)] এই আইন বা বিধির অধীন কোন কার্যধারা উপলক্ষে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা, আপীলাত কর্তৃপক্ষ, বোর্ড বা সরকারের নিকট উপস্থিত হইবার অধিকারী বা উপস্থিতির জন্য তলবকৃত কোন ব্যক্তি Customs Act এর 3[section 196K] তে বর্ণিত কোন ব্যক্তির মাধ্যমে 4[বা চার্টার্ড এ্যাকাউন্টেন্ট এর মাধ্যমে] উপস্থিত হইতে পারিবেন এবং উক্ত Section এর বিধানাবলী তাহার উপর এইরূপে প্রযোজ্য হইবে যেন উহা এই ধারার অধীন উপস্থিতির জন্য এই আইনের অধীন প্রণীত হইয়াছে৷
 
 
 
 
5[(২) এই আইন বা বিধির অধীন যে কোন কার্যধারা উপলক্ষ্যে, বা যে কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির পক্ষে মূল্য সংযোজন কর সংক্রান্ত যে কোন কাজ সম্পাদনের জন্য অথবা উক্ত ব্যক্তির পক্ষে উপ-ধারা (১) অনুসারে উক্ত উপ-ধারায় উল্লিখিত কর্মকর্তা, কর্তৃপক্ষ, বোর্ড বা সরকারের নিকট উপস্থিত হওয়ার জন্য বা উক্ত ব্যক্তিকে এই আইন বা বিধি হইতে উদ্ভূত হইয়াছে বা হইতে পারে এমন যে কোন বিষয়ে পরামর্শ প্রদানের জন্য বোর্ড, বিধি দ্বারা নির্ধারিতে পদ্ধতিতে ও শর্তাধীনে, যে কোন ব্যক্তিকে মূল্য সংযোজন কর পরামর্শক হিসাবে লাইসেন্স প্রদান করিতে পারিবে৷]

  • 1
    “প্রতিনিধি ও মূসক পরামর্শকের মাধ্যমে উপস্থিতি ইত্যাদি” শব্দগুলি “প্রতিনিধির মাধ্যমে উপস্থিতি” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত
  • 2
    উপ-ধারা (১) অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে সংখ্যায়িত
  • 3
    “section 196K” শব্দ, সংখ্যা ও অক্ষরটি “section 196A” শব্দ, সংখ্যা ও অক্ষরটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত
  • 4
    “বা চার্টার্ড এ্যাকাউন্টেন্ট এর মাধ্যমে” শব্দগুলি “Cউস্টওম্ আcট্-এর সএcটিওন্ 196K-তে বর্ণিত কোন ব্যক্তির মাধ্যমে” শব্দগুলি, চিহ্নগুলি, অক্ষর ও সংখ্যাগুলির পর অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ৪১ ধারাবলে সন্নিবেশিত।
  • 5
    উপ-ধারা (২) অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে সংযোজিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs