প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১

( ১৯৯১ সনের ২২ নং আইন )

মালিকানা হস্তান্তর
৫৯৷ কোন নিবন্ধিত ব্যক্তি তাহার 1[ব্যবসায় প্রতিষ্ঠানের আওতাধীন কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা মালিকানা], উক্ত ব্যবসায় পরিচালনায় এই আইনের অধীন প্রদেয় সকল মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক 2[বা অন্যবিধ পাওনা], সম্পূর্ণরূপে পরিশোধ না করা পর্যন্ত, হস্তান্তর করিতে পারিবেন না 3[:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, উক্ত প্রতিষ্ঠানের স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা মালিকানা ক্রয়কারী ব্যক্তি প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক 4[বা অন্যবিধ পাওনা] পরিশোধ করা বিষয়ে কোন তফসিলী ব্যাংকের নিঃশর্ত ব্যাংক গ্যারান্টি দাখিল করিলে যথোপযুক্ত বিবেচনায় সংশ্লিষ্ট কমিশনার তত্কর্তৃক নির্ধারিত শর্তে উহা হস্তান্তরের অনুমতি প্রদান করিতে পারিবেন৷]

  • 1
    “ব্যবসায় প্রতিষ্ঠানের আওতাধীন কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা মালিকানা” শব্দগুলি “ব্যবসায়ের মালিকানা” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ১০০ ধারাবলে প্রতিস্থাপিত
  • 2
    ‘‘বা অন্যবিধ পাওনা’’ শব্দগুলি ‘‘শুল্ক’’ শব্দের পর অর্থ আইন, ২০১২ এর ৮৩ ধারাবলে সন্নিবেশিত।
  • 3
    দাঁড়ির (৷) পরিবর্তে কোলন (:) প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি অর্থ আইন, ২০০৩ (২০০৩ সনের ১৭ নং আইন) এর ৪৭ ধারাবলে সংযোজিত
  • 4
    ‘‘বা অন্যবিধ পাওনা’’ শব্দগুলি ‘‘শুল্ক’’ শব্দের পর অর্থ আইন, ২০১২ এর ৮৩ ধারাবলে সন্নিবেশিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs