প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১

( ১৯৯১ সনের ২২ নং আইন )

1[ফেরত্ প্রদান (Refund)]
৬৭৷ 2[(১) অসাবধানতাবশতঃ, ভুলবশতঃ বা ভুল ব্যাখ্যার কারণে বা অন্য কোন কারণে পরিশোধিত বা অধিক পরিশোধিত বলিয়া দাবীকৃত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বা টার্ণওভার কর বিধিদ্বারা নির্ধারিত পদ্ধতিতে ফেরত্ প্রদান (refund) করা যাইবে:
 
 
তবে শর্ত থাকে যে, মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বা টার্ণওভার কর পরিশোধের 3[ছয় মাসের] মধ্যে অনুরূপ দাবী উত্থাপন করা না হইলে এই উপ-ধারার অধীন ফেরত্ প্রদানের দাবী গ্রহণযোগ্য হইবে না৷]
 
 
 
 
(২) Customs Act এর Section 81 মোতাবেক সাময়িক পরিশোধিত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের ক্ষেত্রে উক্ত 4[ছয় মাসের] মেয়াদ গণনা করা হইবে উক্ত মূল্য সংযোজন কর বা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের চূড়ান্ত নিরূপণের পর উহার সমন্বয় বিধানের তারিখ হইতে৷

  • 1
    “ফেরত্ প্রদান (Refund)” শব্দগুলি ও কমাগুলি “প্রত্যর্পণ দাবীর সময়সীমা” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 2
    উপ-ধারা (১) অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 3
    “ছয় মাসের” শব্দগুলি “চার মাসের” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৯২ ধারাবলে প্রতিস্থাপিত
  • 4
    “ছয় মাসের” শব্দগুলি “চার মাসের” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৯২ ধারাবলে প্রতিস্থাপিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs