প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১

( ১৯৯১ সনের ২২ নং আইন )

তথ্যের গোপনীয়তা রক্ষণ
1[৬২ক। নিম্নবর্ণিত সকল বিবরণ এবং তথ্যাদি গোপনীয় থাকিবে, যথা :-
 
(ক) এই আইনের অধীনে গৃহিত যে কোন বিবৃতি, দাখিলপত্র,বা ধারা ২৪ এর উপ-ধারা (২) অনুযায়ী প্রাপ্ত তথ্য ও দলিলাদি এবং ধারা ২৬ অনুযায়ী আটককৃত যে কোন দলিলাদি এবং ধারা ৩১ অনুযায়ী নিবন্ধিত ব্যক্তি কর্তৃকসংরক্ষিত পুস্তক ও নথিপত্র বা তৎকর্তৃক সরবরাহকৃত যে কোন বাণিজ্যিক দলিলাদি;
 
(খ) এই আইনের অধীনে গৃহিত কোন সাক্ষ্য বা এফিডেভিট বা জবানবন্দী;
 
(গ) এই আইনের অধীনে দাবী আদায় সংক্রান্ত যে কোন দলিলাদি।]

  • 1
    ধারা(৬২ক) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৯০ ধারাবলে সন্নিবেশিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs