প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১

( ১৯৯১ সনের ২২ নং আইন )

1[নিবন্ধন বা টার্নওভার তালিকাভুক্ত ব্যতীত] টেন্ডারে অংশগ্রহণে বিধি-নিষেধ, ইত্যাদি
2[১৯ক। 3[নিবন্ধন বা টার্নওভার তালিকাভুক্ত ব্যতীত] নিবন্ধন ব্যতীত কোন ব্যক্তি কোন টেন্ডারে অংশগ্রহণ করিতে পারিবেন না বা তাহার অনুকূলে কোন কার্যাদেশ প্রদান করা যাইবে না।]

  • 1
    ‘‘নিবন্ধন বা টার্নওভার তালিকাভুক্ত ব্যতীত” শব্দগুলি “ নিবন্ধন ব্যতীত” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১৫ (২০১৫ সনের ১০ নং আইন) এর ৬৭ ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 2
    ধারা ১৯ক অর্থ আইন, ২০১২ এর ৬৩ ধারাবলে সন্নিবেশিত ।
  • 3
    ‘‘নিবন্ধন বা টার্নওভার তালিকাভুক্ত ব্যতীত” শব্দগুলি “ নিবন্ধন ব্যতীত” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১৫ (২০১৫ সনের ১০ নং আইন) এর ৬৭ ধারাবলে প্রতিস্থাপিত ।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs