পানি সম্পদ পরিকল্পনা আইন, ১৯৯২

( ১৯৯২ সনের ১২ নং আইন )

পানি সম্পদ উন্নয়ন ও উহার সুষম ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু পানি সম্পদ উন্নয়ন ও উহার সুষম ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা

২৷ সংজ্ঞা

৩৷ সংস্থা প্রতিষ্ঠা

৪৷ সংস্থার প্রধান কার্যালয়

৫৷ সাধারণ পরিচালনা

৬৷ পরিচালনা বোর্ডের গঠন

৭৷ সংস্থার কার্যাবলী

৮৷ মহা-পরিচালক ও পরিচালক

৯৷ কার্য নির্বাহী পরিষদ

১০৷ সভা

১১৷ কারিগরী কমিটি, ইত্যাদি

১২৷ সংস্থা-তহবিল

১৩৷ বাজেট

১৪৷ হিসাব রক্ষণ ও নিরীক্ষা

১৫৷ সংস্থার কর্মকর্তা ও কর্মচারী

১৬৷ নির্দেশ প্রদানে সরকারের ক্ষমতা

১৭৷ প্রতিবেদন

১৮৷ ক্ষমতা অর্পণ

১৯৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

২০৷ জনসেবক

২১৷ সংস্থা দোকান, ইত্যাদি হিসাবে গণ্য হইবে না

২২৷ বিধি প্রণয়নের ক্ষমতা

২৩৷ প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৪৷ জাতীয় পানি প্রজেক্টের সম্পদ ইত্যাদি

২৫৷ রহিতকরণ ও হেফাজত