সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
(ক) “কার্য নির্বাহী পরিষদ” অর্থ ধারা ৯ এর অধীন গঠিত কার্য নির্বাহী পরিষদ;
(খ) “পরিচালক” অর্থ সংস্থার পরিচালক;
(গ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(ঘ) “বোর্ড” অর্থ ধারা ৬ এর অধীন গঠিত পরিচালনা বোর্ড;
(ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(চ) “মহা-পরিচালক” অর্থ সংস্থার মহা-পরিচালক;
(ছ) “সংস্থা” অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত পানি সম্পদ পরিকল্পনা সংস্থা৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs