প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ১৯৯২

( ১৯৯২ সনের ২১ নং আইন )

১৯৯১ সনের ২২ নং আইনের সংশোধন
১১৷ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর-
 
 
(১) সর্বত্র “ফর্ম” এবং “ফর্মে” শব্দগুলির পরিবর্তে যথাক্রমে “ফরম” এবং “ফরমে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
 
 
(২) ধারা ২ এর,
 
 
(ক) “বিষয় এবং প্রসঙ্গের” শব্দগুলির পরিবর্তে “বিষয় বা প্রসঙ্গের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
 
 
(খ) দফা (খ) এ “বা,ক্ষত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক” শব্দগুলি ও কমাগুলি বিলুপ্ত হইবে;
 
 
(গ) দফা (ঞ) েত “চালানপত্র” শব্দটির পর “এবং সহায়ক চালানপত্র ইহার অন্তর্ভুক্ত” শব্দগুলি সন্নিবেশিত হইবে;
 
 
(ঘ) দফা (থ) এর উপ-দফা (উ) এর পর নিম্নরূপ উপ-দফা (ঊ) সংযোজিত হইবে, যথা:-
 
 
“(ঊ) অর্থের বিনিময়ে নিজস্ব প্লান্ট, মেশিনারী বা যন্ত্রপাতি দ্বারা অন্য কোন ব্যক্তির মালিকানাধীন কাঁচামাল বা উপকরণ ব্যবহার করিয়া কোন পণ্য প্রস্তুতকরণ বা উত্পাদনকরণ;”;
 
(ঙ) দফা (ফ) তে “আগাম আয়কর” শব্দগুলির পরিবর্তে “আগাম আয়কর এবং রপ্তানি পণ্য প্রস্তুতকরণে বা উত্পাদনে ব্যবহৃত, সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এতদুদ্দেশ্যে নির্ধারিত, কোন উপকরণের উপর প্রদত্ত সম্পূরক শুল্ক” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে;
 
 
(চ) দফা (ভ) তে “বা,ক্ষত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক” শব্দগুলি ও কমাগুলি বিলুপ্ত হইবে;
 
 
(৩) ধারা ৩ এর উপ-ধারা (৩) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৪) সংযোজিত হইবে, যথা:-
 
 
“(৪) এই ধারার অধীন মূল্য সংযোজন কর ধার্য ও প্রদানের উদ্দেশ্যে কোন আমদানিকৃত বা সরবরাহকৃত পণ্যের শ্রেণীবিন্যাস (Classification) এরক্ষত্রে Customs Act এর অধীন পণ্যের শ্রেণীবিন্যাস প্রযোজ্য হইবে৷”;
 
 
(৪) ধারা ৫ এ,-
 
 
(১) উপ-ধারা (৪) এ “বিধির মাধ্যমে” শব্দগুলির পরিবর্তে “আদেশ দ্বারা” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং
 
 
(২) উপ-ধারা ৫ এর পর নিম্নরূপ উপ-ধারাগুলি সন্নিবেশিত হইবে, যথা:-
 
 
“(৬) উপ-ধারা (২) বা (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, ধারা ২ এর দফা (থ) এর উপ-দফা (ঊ) এর আওতায় প্রস্তুতকৃত বা উত্পাদিত পণ্যের সরবরাহেরক্ষত্রে মূল্য সংযোজন কর ধার্যের জন্য উক্ত পণ্যের মূল্যের মধ্যে অন্য কোন ব্যক্তির কাঁচামাল বা উপকরণ, যাহা দ্বারা উক্ত পণ্য প্রস্তুতকৃত বা উত্পাদিত হইয়াছে উহা অন্তর্ভুক্ত হইবে না:
 
 
তবে শর্ত থাকে যে, এক্ষত্রে ধারা ৯ এর আওতায় কোন উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাইবে না৷
 
 
(৭) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, যদি বোর্ড, জনস্বার্থের গুরুত্ব বিবেচনা ও যথোপযুক্ত অনুসন্ধানপূর্বক সন্তুষ্ট হয় যে কোন করযোগ্য পণ্য বা সেবারক্ষত্রে মূল্য সংযোজন কর, বাক্ষত্রমতে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ধার্য করার নিমিত্তে গেজেটে উহার ট্যারিফ মূল্য নির্ধারণ করা সমীচীন তাহা হইলে বোর্ড সরকারী গেজেটে জারিকৃত আদেশ দ্বারা উক্ত করযোগ্য পণ্য বা সেবার ট্যারিফ মূল্য নির্ধারণ করিতে পারিবে৷”
 
 
(৫) ধারা ৭ এর উপ-ধারা (২) এ-
 
 
(ক) দফা (খ) তে, “যাহা” শব্দটির পরিবর্তে “যাহাতে” শব্দটি প্রতিস্থাপিত হইবে এবং উক্ত দফার শেষ প্রান্তস্থিত “এবং” শব্দটি বিলুপ্ত হইবে;
 
(খ) দফা (গ) এর শেষ প্রান্তস্থিত দাঁড়ির পরিবর্তে “; এবং” সেমিকোলন ও শব্দটি প্রতিস্থাপিত হইবে এবং তত্পর নিম্নরূপ নূতন দফা (ঘ) সংযোজিত হইবে, যথা :-
 
 
“(ঘ) যে পণ্যেরক্ষত্রে খুচরা মূল্যের ভিত্তিতে মূল্য সংযোজন কর আরোপিত হইবে সেই পণ্যেরক্ষত্রে সম্পূরক শুল্ক আরোপের উদ্দেশ্যে এই আইনের ধারা ৫ (৩) এ বর্ণিত খুচরা মূল্য উক্ত পণ্যের মূল্য বলিয়া বিবেচিত হইবে৷”;
 
 
(৬) ধারা ৮ এর উপ-ধারা (২) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৩) সংযোজিত হইবে, যথা :-
 
 
“(৩) বোর্ড, জনস্বার্থের গুরুত্ব বিবেচনা এবং যথোপযুক্ত অনুসন্ধানপূর্বক সরকারী গেজেটে জারীকৃত আদেশ দ্বারা, উক্ত আদেশে উল্লিখিত সীমা ও শর্তসাপেক্ষ, যে কোন পণ্য বা সেবাকে ‘টার্ণওভার' কর হই েঅব্যাহতি প্রদান করিতে পারিবে৷”;
 
 
(৭) ধারা ১৩ এর
 
 
(ক) উপ-ধারা (১) এ “আগাম প্রদত্ত আয়কর” শব্দগুলির পরিবর্তে “আগাম প্রদত্ত আয়কর এবং রপ্তানি পণ্য প্রস্তুতকরণে বা উত্পাদনে ব্যবহৃত, সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এতদুদ্দেশ্যে নির্ধারিত, কোন উপকরণের উপর প্রদত্ত সম্পূরক শুল্ক” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে; এবং
 
 
(খ) উপ-ধারা (২) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৩) সংযোজিত হইবে, যথা:-
 
 
“(৩) বোর্ড, সরকারী গেজেটে জারীকৃত আদেশ দ্বারা, কোন রপ্তানিকারককে প্রকৃত রপ্তানির বিপরীতে চালান ভিত্তিক বা,ক্ষত্রমত, রপ্তানি পণ্যের উপকরণ-উত্পাদ সম্পর্ক (input-output co-efficient) এর ভিত্তিতে বোর্ড কর্তৃক নির্ধারিত সমহার (flate rate) এ রপ্তানিকৃত পণ্যের ব্যবহৃত উপকরণের উপর পরিশোধিত পরিমাণ উপ-ধারা (১) এ উল্লিখিত শুল্ক ও করসমূহ প্রত্যর্পণের নির্দেশ প্রদান করিতে পারিবে৷”;
 
 
(৮) ধারা ১৫ এর উপ-ধারা (৪) এ, “নিবন্ধিত হইতে বাধ্য করিবেন” শব্দগুলি পরিবর্তে “নিবন্ধিত করিয়া তাহাকে অবহিত করিবেন” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
 
 
(৯) ধারা ১৮ তে, “পরিবর্তন হইলে নিবন্ধিত ব্যক্তি উক্ত পরিবর্তনের চৌদ্দ দিনের মধ্যে” শব্দগুলির পরিবর্তে “পরিবর্তন করার ইচ্ছা করিলে নিবন্ধিত ব্যক্তি উক্ত পরিবর্তনের তারিখের অন্যুন চৌদ্দ দিন পূর্বে “শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
 
(১০) ধারা ৩৬ এর সর্বত্র “কর” এবং “করের” শব্দগুলির পরিবর্তে যথাক্রমে “মূল্য সংযোজন কর বা,ক্ষত্রমত, মুল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক” এবং “মূল্য সংযোজন করের বা,ক্ষত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে;
 
 
(১১) ধারা ৩৭ এর
 
 
(ক) উপ-ধারা (১) এ “পঁচিশ হাজার” শব্দগুলির পরিবর্তে “অনধিক পঁচিশ হাজার” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং
 
 
(খ) উপ-ধারা (২) এর
 
 
(অ) দফা (ক) এর পর নিম্নরূপ নূতন দফা (কক) সন্নিবেশিত হইবে, যথা:-
 
 
“(কক) তত্কর্তৃক সরবরাহকৃত পণ্য বা সেবারক্ষত্রে, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক দুইবার নির্দেশিত হওয়া সত্ত্বেও, মূল্য সংযোজন কর বা,ক্ষত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক প্রদান করিতে অথবা কোন কর মেয়াদে দাখিলপত্র প্রদানের নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হইয়া গেলেও উহা দাখিল করিতে ব্যর্থ হন;”; এবং
 
 
(আ) “পঞ্চাশ হাজার,” দুইবার উল্লিখিত, শব্দগুলির পরিবর্তে উভয় স্থানে “অনধিক এক লক্ষ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
 
 
(১২) ধারা ৩৮ এ উপ-ধারা (২) এ, “পঞ্চাশ হাজার” শব্দগুলির পরিবর্তে “অনধিক এক লক্ষ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
 
 
(১৩) ধারা ৫৫ তে,-
 
 
(ক) উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:-
 
 
“(১) যেক্ষত্রে পণ্য সরবরাহ বা প্রদত্ত সেবার উপর কোন প্রদেয় মূল্য সংযোজন কর বা,ক্ষত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক, কোন কারণবশতঃ ধার্য বা পরিশোধ করা হয় নাই অথবা কম ধার্য বা কম পরিশোধ করা হইয়াছে অথবা উহা ভুলবশতঃ ফেরত প্রদান করা হইয়াছে অথবা ধারা ১৩ এর আওতায় মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, আবগারী শুল্ক বা অন্যান্য শুল্ক ও কর (আগাম আয়কর ব্যতীত) ভুলবশতঃ প্রত্যর্পণ করা হইয়াছে বা বাংলাদেশে সরবরাহকৃত কোন পণ্য বা সেবার উপর প্রদেয় কর বা শুল্কের বিপরীতে ভুলবশতঃ বা ভুল ব্যাখ্যার কারণে সমন্বয় করা হইয়াছে সেইক্ষত্রে মূল্য সংযোজন কর বা,ক্ষত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক পরিশোধে বাধ্য ব্যক্তি বা উহা ভুলবশতঃ যাহাকে ফেরত প্রদান করা হইয়াছে অথবা,ক্ষত্রমত, ধারা ১৩ এর অধীন কোন কর বা শুল্ক ভুলবশতঃ প্রত্যর্পণ প্রদান করা হইয়াছে অথবা ভুলবশতঃ বা ভুল ব্যাখ্যার কারণে সমন্বয়
 
করা হইয়াছে তিনি উহা যে তারিখে প্রদেয় হইয়াছিল সেই তারিখ হইতে অথবা যে তারিখে পরিশেধিত বা চলতি হিসাবে, যদি থাকে, সমন্বিত হইয়াছিল সেই তারিখ হইতে অথবা ফেরত প্রদানের তারিখ হইতে তিন বত্সরের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার লিখিত দাবীক্রমে পরিশোধ করিতে বাধ্য থাকিবেন৷”;
 
 
(খ) উপ-ধারা (২) এ, “বা কম পরিশোধ” শব্দগুলির পরিবর্তে “বা ভুলবশতঃ কম পরিশোধিত” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
 
 
(১৪) ধারা ৭২ এর উপ-ধারা (৩) এ, “পঁচিশ হাজার” শব্দগুলির পরিবর্তে “অনধিক পঁচিশ হাজার” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
 
 
(১৫) প্রথম তফসিলে,-
 
 
(ক) শিরোনামা সংখ্যা “০৬.০১” এর বিপরীতে পণ্যসামগ্রীর বিবরণ এ “উদ্ভিদ এবং ১২.১২ শিরোনামার” সংখ্যাগুলি ও সংখ্যাটির পরিবর্তে “উদ্ভিদ এবং Customs Act এর First Schedule এর Heading No. 12.12 এর আওতাধীন” শব্দগুলি ও সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে;
 
 
(খ) শিরোনামা সংখ্যা “১২.০৩” এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
 
 
(গ) শিরোনামা সংখ্যা “২৫.০৫” এবং শিরোনামা সংখ্যা “৪০.০১” এর বিপরীতে দ্বিতীয় কলামে “,,”চিহ্নটির পরিবর্তে যথাক্রমে “২৫০৫.১০” সংখ্যাটি এবং “শিরোনামার অধীনে সকল কোডসমূহ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
 
 
(ঘ) শিরোনামা সংখ্যা “৪৪.০১” এবং উহার বিপরীতে প্রথম ও দ্বিতীয় কলামের এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ যথাক্রমে প্রতিস্থাপিত হইবে, যথা:-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

“৪৪.০১

৪৪০১.১০

জ্বালানী কাঠ, গুড়ি, বিলেট, ডাল, ফ্যাগাট বা অনুরূপ আকৃতি সম্পন্ন কাঠ

 

৪৪০১.৩০

কাঠের ফালি বা কণা, কাঠের গুড়ি ও কাঠের বর্জ্য এবং বর্জিতাংশ, গুড়ি, ব্রিকেট, পেলেট বা অনুরূপ আকৃতিতে পিণ্ডিভুত হউক বা না হউক

৪৪.০৩

শিরোনামার অধীনে সকল কোডসমূহ

অমসৃণ (rough) কাঠ, ছাল ছাড়ান হউক বা না হউক অথবা চেরাই কাঠ অথবা সাধারণভাবে চারকোণাকৃতি”;

 
 
 
 
 

(ঙ) শিরোনামা সংখ্যা “৫২.০১” এবং উহার বিপরীতে প্রথম ও দ্বিতীয় কলামের এন্ট্রিসমূহের পর নিম্নরূপ শিরোনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ সংযোজিত হইবে, যথা:

 
 
 
 
 
 
 

“৫৩.০৩

৫৩০৩.১০

কাঁচা পাট”

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 (১৬) দ্বিতীয় তফসিলে,-

 

(ক) শিরোনামা সংখ্যা “S০০৭” এর বিপরীতে তৃতীয় কলামের এন্ট্রি “বিজ্ঞাপনী সংস্থা” এর অধীন ব্যাখ্যাটির পরিবর্তে নিম্নরূপ ব্যাখ্যা প্রতিস্থাপিত হইবে, যথা:-

 

ব্যাখ্যা৷- “বিজ্ঞাপনী সংস্থা” অর্থ কোন পণ্যের বা সেবামূলক ব্যবসায়ের উদ্দেশ্যে কোন প্রচার মাধ্যমের জন্য (পত্রপত্রিকা ব্যতীত) কোন প্রকার বিজ্ঞাপন প্রস্তুতকরণে বা উক্ত উদ্দেশ্যে প্রস্তুতকৃত কোন বিজ্ঞাপন প্রচারকরণে নিয়োজিত প্রতিষ্ঠান (পত্রপত্রিকা ব্যতীত), সংস্থা বা ব্যক্তি৷”;

 

(খ) শিরোনামা সংখ্যা “S০১৩” এর বিপরীতে তৃতীয় কলামের এন্ট্রি “যান্ত্রিক লন্ড্রির” ব্যাখ্যায় “মোড়ক” শব্দটির পর “ধোলাই,” শব্দটি ও কমাটি সংযোজিত হইবে;

 

(গ) শিরোনামা সংখ্যা “S০১৫” এর বিপরীতে তৃতীয় কলামের এন্ট্রি “ফ্রেইট ফরোয়ারডার্স এবং তদধীন ব্যাখ্যাটির পরিবর্তে নিম্নরূপ এন্ট্রি ও ব্যাখ্যা প্রতিস্থাপিত হইবে, যথা:-

 

“ফ্রেইট ফরোয়ারডার্স এবং ক্লিয়ারিং ও ফরোয়ারডিং সংস্থা:

 

                ব্যাখ্যা৷-‘ফ্রেইট ফরোয়ারডার্স এবং ক্লিয়ারিং ও ফরওয়ারডিং সংস্থা’ বলিতে অর্থের বিনিময়ে পণ্য মোড়কজাতকরণপূর্বক বা অন্যের দ্বারা মোড়কজাতকৃত বা মোড়কজাতকরণ ব্যতীত কোন পণ্য বুকিং এর মাধ্যমে গন্তব্যস্থলে প্রেরণের জন্য বাণিজ্যিক ভিত্তিতে পরিবহণ ব্যবসায় সংক্রান্ত কার্য সম্পাদনকারী, বা বিদেশ হইতে আমদানিকৃত কোন পণ্য, বা বিদেশে রপ্তানীযোগ্য কোন পণ্য শুল্ক কর্তৃপক্ষের নিকট হইতে অর্থের বিনিময়ে ছাড়করণে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷”;

 

(ঘ)  শিরোনামা সংখ্যা “S০২৪” এর বিপরীত তৃতীয় কলামের এন্ট্রি “অর্থের বিনিময়ে করযোগ্য পণ্য প্রস্তুতকরণ, উত্পাদন, প্রক্রিয়াজাতকরণ, মেরামত বা সার্ভিসিং এর কার্যে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা” এবং তদধীন ব্যাখ্যাটির পরিবর্তে নিম্নরূপ এন্ট্রি ও ব্যাখ্যা প্রতিস্থাপিত হইবে, যথা:-

 

“অর্থের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং এর কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা:

 

ব্যাখ্যাঃ “অর্থের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং এর কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা” অর্থ অর্থের বিনিময়ে নিজস্ব প্যান্ট, মেশিনারী বা যন্ত্রপাতি দ্বারা অন্যের মালিকানাধীন কোন করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং এর কাজে নিয়োজিত কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷”;

 
 
 
 
 

(ঙ) শিরোনামা সংখ্যা “S০২৪” এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রিসমূহের পর নিম্নরূপ নূতন শিরোনামাসমূহ ও এন্ট্রিসমূহ সংযোজিত হইবে, যথা:-

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

“S০২৫

S০২৫.০০

ওয়াসা:

 

 

 

 

 

ব্যাখ্যা : “ওয়াসা” অর্থ Water Supply and Sewerage Authority Ordinance, 1963 (E.P. Ord. No. XIX of 1963) এর section 3 এর অধীন স্থাপিত কোন Water Supply and Sewerage Authority.

 

 

 

S০২৬

S০২৬.০০

স্বর্ণকার ও রৌপ্যকার এবং স্বর্ণের ও রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাকাকারী:

 

 

 

 

 

ব্যাখ্যা : (১) “স্বর্ণকার ও রৌপ্যকার এবং স্বর্ণ ও রৌপ্যের দোকানদার কর্তৃক প্রদত্ত সেবা” অর্থ মজুরী বা সার্ভিস চার্জের বিনিময়ে স্বর্ণ বা রৌপ্যের কিংবা স্বর্ণ ও রৌপ্যের অলংকার প্রস্তুত, মেরামত, মজুদ বা বিপণন কার্যে নিয়োজিত কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷

 
(২) “স্বর্ণ পাকাকারী” অর্থ স্বর্ণ গলাইয়া বা পরিষ্কার করিয়া বা অন্য কোন পদ্ধতিতে তেজাবি স্বর্ণ বা স্বর্ণ পিণ্ড প্রস্তুত ও বিপণনকারী৷

 

 

 

S০২৭

S০২৭.০০

বীমা কোম্পানী:

 
ব্যাখ্যা : “বীমা কোম্পানী” অর্থ অগ্নি, নৌ, বিমান ও মটর দুর্ঘটনাসহ অন্যান্য যে কোন দুর্ঘটনারক্ষত্রে বীমা পলিসি (জীবন বীমা পলিসি ব্যতীত) এর মাধ্যমে ক্ষতিপূরণ ব্যবস্থা সংক্রান্ত ব্যবসায় পরিচালনায় নিয়োজিত কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷

 

 

 

S০২৮

S০২৮.০০

কুরিয়ার (Courier) সার্ভিস:

 
ব্যাখ্যা : “কুরিয়ার সার্ভিস” অর্থ দেশের অভ্যন্তরে অথবা দেশের বাহিরে অর্থের বিনিময়ে বার্তা, সংবাদ, তথ্য দলিলপত্র বা পণ্য প্রেরণে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা (সরকারী ডাক বিভাগ এবং সেবা শিরোনামা সংখ্যা S০১৫ এ বর্ণিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা ব্যতীত৷

 
 
 
 
 
 
 

S০২৯

S০২৯.০০

চিকিত্সা প্রতিষ্ঠান:

 
ব্যাখ্যা : “চিকিত্সা প্রতিষ্ঠান” অর্থ এমন কোন স্থান, প্রতিষ্ঠান বা সংস্থা যেখানে কোন মানুষের দৈহিক বা মানসিক বিষয়ের চিকিত্সার নিমিত্ত ব্যবস্থাপত্র, পরামর্শ বা প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয় এবং উপরিউক্ত এক বা একাধিক সেবা প্রদানের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয় এবং উহার বিনিময়ে ব্যবসায়িক ভিত্তিতে বা মুনাফা অর্জনের লক্ষ্যে সেবা মূল্য আদায় করা হয়, তবে যেই সকল স্থান, প্রতিষ্ঠান বা সংস্থার বিনা মূল্যে বা দাতব্য ভিত্তিতে বা নামমাত্র মূল্যের বিনিময়ে উপরি-উক্ত কোন সেবা প্রদান ও আবাসনের ব্যবস্থা করা হয় সেই সকল স্থান, প্রতিষ্ঠান বা সংস্থা এই সংজ্ঞার আওতা- বহির্ভূত হইবে৷

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S০৩০

S০৩০.০০

বিউটি পার্লার:

 
ব্যাখ্যা : “বিউটি পার্লার” অর্থ এমন কোন স্থান, প্রতিষ্ঠান বা সংস্থা যেইখানে বাণিজ্যিক ভিত্তিতে নারী বা পুরুষ বা উভয়ের কেশসজ্জা, অংগসজ্জা বা রূপসজ্জামূলক সেবা প্রদানের বা তদানুষঙ্গিক কোন সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা রহিয়াছে৷”;

     
(১৭) তৃতীয় তফসিলের পরিবর্তে এই আইনের তৃতীয় তফসিলে বর্ণিত তফসিল প্রতিস্থাপিত হইবে, যথা:-

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs