বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২

( ১৯৯২ সনের ৩৪ নং আইন )

এই অাইনটি বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ (২০১০ সনের ৩৫ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।

বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপনের বিধানকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু দেশে উচ্চ শিক্ষার
 
 
ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও ব্যাপক সম্প্রসারণ, সর্বসাধারণের জন্য উচ্চ শি—গা সুলভকরণ এবং উহার মাধ্যমে দাতা জনগোষ্ঠী সৃষ্টির উদ্দেশ্যে বেসরকারী পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকরণ অত্যাবশ্যক;
 
 
 
 
এবং যেহেতু দেশের কতিপয় জনকল্যাণকামী ব্যক্তি, ব্যক্তি-গোষ্ঠী, দাতব্য ট্রাষ্ট ও প্রতিষ্ঠান বেসরকারী পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা করিতে আগ্রহী;
 
 
 
 
এবং যেহেতু বেসরকারী পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকরণকল্পে বিধান করা প্রয়োজনীয় ও সমীচীন;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা

২৷ সংজ্ঞা

৩৷ বেসরকারী বিশ্ববিদ্যালয়

৩ক৷ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নাম

৪৷ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অবস্থান

৫৷ জাতি-ধর্ম-নির্বিশেষে সকলের জন্য বিশ্ববিদ্যালয় উন্মুক্ত

৬৷ বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সনদপত্র

৭৷ সনদপত্র অর্জনের শর্তাবলী

৮৷ বেসরকারী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

৯৷ চ্যান্সেলর

১০৷ ভাইস-চ্যান্সেলর, ইত্যাদি

১০ক৷ প্রো-ভাইস-চ্যান্সেলর, ইত্যাদি

১১৷ কোষাধ্যক্ষ

১২৷ রেজিষ্ট্রার, ডীন, ইত্যাদির নিয়োগ

১৩৷ অন্যান্য কর্মকর্তাগণের নিয়োগ

১৪৷ বেসরকারী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

১৫৷ শিক্ষা কার্যক্রম, ইত্যাদি

১৬৷ সনদপত্র বাতিল

১৭৷ ষ্ট্যাটিউট্‌স

১৮৷ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, ডিপ্লোমা ইত্যাদি

১৯৷ তহবিল

২০৷ হিসাব রক্ষণ ও নিরীক্ষা

২০ক৷ পরিদর্শন, ইত্যাদি

২০খ৷ দণ্ড

২১৷ বিধি প্রণয়নের ক্ষমতা