প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২

( ১৯৯২ সনের ৩৪ নং আইন )

বেসরকারী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা
1[৮৷ কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মকর্তাগণ থাকিবেন, যথা:-
 
 
(ক) চ্যান্সেলর,
 
 
(খ) ভাইস-চ্যান্সেলর বা রেক্টর,
 
 
(গ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা ভাইস-রেক্টর,
 
 
(ঘ) কোষাধ্যক্ষ,
 
 
(ঙ) রেজিষ্ট্রার,
 
 
(চ) ডীন,
 
 
(ছ) বিভাগীয় প্রধান,
 
 
(জ) পরীক্ষা নিয়ন্ত্রক,
 
 
(ঝ) ধারা ১৭ এর অধীন প্রণীত ষ্ট্যাটিউট্‌স দ্বারা বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা৷]

  • 1
    ধারা ৮ বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৩ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs