প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২

( ১৯৯২ সনের ৩৪ নং আইন )

বেসরকারী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
১৪৷ (১) কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্তৃপক্ষ সমূহ থাকিবে, যথা :-
 
 
(ক) অন্যুন নয় সদস্য-বিশিষ্ট একটি সিন্ডিকেট, পরিচালনা পর্ষদ, রিজেন্সী কাউন্সিল বা ট্রাষ্টি বোর্ড,
 
 
(খ) অন্যুন নয় সদস্য বিশিষ্ট একাডেমিক কাউন্সিল,
 
 
(গ) অনুষদ বা স্কুল অব ষ্টাডিজ,
 
 
(ঘ) পাঠ্যক্রম কমিটি,
 
 
(ঙ) অন্যুন পাঁচ সদস্য-বিশিষ্ট অর্থ কমিটি,
 
 
(চ) অন্যুন পাঁচ সদস্য-বিশিষ্ট নির্বাচন কমিটি৷
 
 
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত কর্তৃপক্ষসমূহ ছাড়াও কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কার্যাবলী সুচারুরূপে ও দক্ষতার সহিত সম্পাদনের উদ্দেশ্যে প্রতিষ্ঠাতা, চ্যান্সেলরের পূর্বানুমোদনক্রমে, প্রয়োজনীয় অন্য যে কোন কর্তৃপক্ষ গঠন করিতে পারিবেন৷
 
 
(৩) সিন্ডিকেট, পরিচালনা পর্ষদ, রিজেন্সী কাউন্সিল বা ট্রাষ্টি বোর্ড এমন ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত হইবে যাঁহাদের শিক্ষা, সংস্কৃতি, শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও প্রশাসনের ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা রহিয়াছে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs