নৌযান সম্পর্কিত কতিপয় বিষয়ের দায়িত্ব
৩৷ আভ্যন্তরীণ নৌযান সম্পর্কিত নিম্নোক্ত বিষয়াদির দায়িত্ব শ্রম পরিচালকের উপর ন্যস্ত থাকিবে, যথা:-
(ক) শ্রমিক নিয়োগ ও তাহাদের চাকুরীচ্যুতির শর্তাবলী নির্ধারণ;
(খ) বিভিন্ন শ্রেণীর নৌযান নিয়োগতব্য শ্রমিকের সংখ্যা ও তাহাদের কাজের শ্রেণী বিন্যাস;
(গ) শ্রমিকের কাজের সময়, বিশ্রাম, ছুটি এবং অবসরকালীন সুবিধাদি নির্ধারণ;
(ঘ) শ্রমিকের মজুরী নির্ধারণ;
(ঙ) শ্রমিকের চাকুরীর নিরাপত্তা;
(চ) শ্রমিক ও তাহার পরিবারের চিকিত্সার জন্য মালিক কর্তৃক গৃহীতব্য ব্যবস্থা;
(ছ) মালিক কর্তৃক শ্রমিকের পে-রোল ও সার্ভিস রেকর্ড সম্পর্কিত নিয়মাবলী;
(জ) শ্রমিকের চাকুরী সংক্রান্ত অন্য যে কোন বিষয়;
(ঝ) নৌযানের শৃংখলা;
(ঞ) নৌযানে মালামাল পরিবহণের সীমা নির্ধারণ৷