বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩

( ১৯৯৩ সনের ১৫ নং আইন )

1[বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন] প্রতিষ্ঠার বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন৷

যেহেতু সিকিউরিটিতে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, সিকিউরিটিজ মার্কেটের উন্নয়ন এবং এতদ্‌সংক্রান্ত বিষয়াবলী বা তদধীনে আনুষংগিক বিধান প্রণয়নের উদ্দেশ্যে [বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন] নামে একটি কমিশন প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 

সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

২৷ সংজ্ঞা

৩৷ কমিশন প্রতিষ্ঠা

৪৷ কমিশনের কার্যালয়, ইত্যাদি

৫৷ কমিশনের গঠন

৬৷ চেয়ারম্যান, ইত্যাদির অযোগ্যতা

৭৷ কমিশনের সভা

৮৷ কমিশনের কার্যাবলী

৯৷ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

৯ক। পরামর্শক বা উপদেষ্টা নিয়োগ

১০৷ নিবন্ধন সার্টিফিকেট

১১৷ Act XXIX of 1947 এবং Ord. XVII of 1969 এর অধীন দায় ও দায়িত্ব, ইত্যাদি

১২৷ কমিশনের তহবিল

১৩৷ বার্ষিক বাজেট বিবরণী

১৪৷ হিসাব রক্ষণ ও নিরীক্ষা

১৫৷ প্রতিবেদন, ইত্যাদি

১৬৷ নির্দেশ প্রদানের সরকারের ক্ষমতা

১৭৷ ক্ষমতা অর্পণ

১৭ক৷ অনুসন্ধান বা তদন্ত অনুষ্ঠান

১৭খ৷ কতিপয় ক্ষেত্রে কমিশনের দেওয়ানী আদালতের ক্ষমতা

১৮৷ শাস্তি

১৯৷ অপরাধ বিচারার্থ গ্রহণ

২০৷ কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন

২১৷ আপীল

২২৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

২৩৷ অব্যাহতি

২৪৷ বিধি প্রণয়নের ক্ষমতা

২৫৷ [বিলুপ্ত]

২৬৷ জটিলতার নিরসনের ক্ষমতা

২৬ক। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ, ইত্যাদি

২৭৷ রহিতকরণ ও হেফাজত

Authentic English Text

Authentic English Text