কমিশনের গঠন
৫৷ [(১) কমিশন একজন চেয়ারম্যান ও চারজন [কমিশনার] সমন্বয়ে এটি গঠিত হইবে৷
(২) চেয়ারম্যান ও [কমিশনারগণ] সরকার কর্তৃক নিযুক্ত হইবেন:
তবে শর্ত থাকে যে, সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন একজন বেসরকারী ব্যক্তিকে [কমিশনার] হিসাবে নিয়োগ করিতে হইবে৷
(৩) চেয়ারম্যান ও [কমিশনারগণ] কমিশনের সার্বক্ষণিক চেয়ারম্যান ও [কমিশনার] হইবেন৷]
(৪) কোম্পানী ও সিকিউরিটি মার্কেট সংক্রান্ত বিষয়ে পারদর্শিতা অথবা আইন, অর্থনীতি, হিসাব রক্ষণ ও সরকারের বিবেচনায় কমিশনের জন্য প্রয়োজনীয় অন্য কোন বিষয়ে বিশেষ জ্ঞান থাকা চেয়ারম্যান ও [* * *] [কমিশনার] নিয়োগের প্রয়োজনীয় যোগ্যতা হিসাবে বিবেচিত হইবে৷
(৫) চেয়ারম্যান কমিশনের প্রধান নির্বাহী হইবেন৷
(৬) চেয়ারম্যান ও [* * *] [কমিশনারগণ] তাঁহাদের নিয়োগের তারিখ হইতে [চার বৎসর] মেয়াদের জন্য স্ব স্ব পদে বহাল থাকিবেন এবং অনুরূপ একটি মাত্র মেয়াদের জন্য পুনঃনিয়োগের যোগ্য হইবেন,
তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তির বয়স পঁয়ষট্টি বত্সর পূর্ণ হইলে তিনি চেয়ারম্যান বা [কমিশনার] পদে নিযুক্ত হইবার যোগ্য হইবেন না বা চেয়ারম্যান বা [কমিশনার] পদে বহাল থাকিবেন না৷
(৭) চেয়ারম্যান ও যে কোন [* * *] [কমিশনার] তাঁহাদের চাকুরীর মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোন সময় সরকারের উদ্দেশ্যে অন্যুন তিন মাসের অগ্রিম নোটিশ প্রদান করিয়া স্ব স্ব পদ ত্যাগ করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, সরকার কর্তৃক পদত্যাগ গৃহীত না হওয়া পর্যন্ত চেয়ারম্যান বা ক্ষেত্রমত, সার্বক্ষণিক [কমিশনার] স্ব স্ব কার্য চালাইয়া যাইবেন৷