প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩

( ১৯৯৩ সনের ২৭ নং আইন )

তরল সম্পদ সংরক্ষণ
১৯৷ (১) প্রত্যেক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় নির্ধারিত তরল সম্পদ সংরক্ষণ করিবে৷
 
 
 
 
(২) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে “তরল সম্পদ” বলিতে-
 
 
 
 
(ক) বাংলাদেশে প্রচলিত নোট ও কয়েন,
 
 
 
 
(খ) বাংলাদেশের ব্যাংকসমূহে নীট স্থিতি,
 
 
 
 
(গ) বাংলাদেশে কল মানির পরিমাণ,
 
 
 
 
(ঘ) বাংলাদেশ ট্রেজারী বিল,
 
 
 
 
(ঙ) বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত অন্যান্য সম্পদকে বুঝাইবে৷
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs