জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪

( ১৯৯৪ সনের ৮ নং আইন )

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে জাতীয় সংসদ সচিবালয় গঠন এবং উহার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ সম্পর্কে বিধান প্রণয়নের জন্য প্রণীত আইন৷
 
 
 
যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে জাতীয় সংসদ সচিবালয়ের গঠন এবং উহার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ সম্পর্কে বিধান প্রণয়ন সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা

২৷ সংজ্ঞা

৩৷ সংসদ সচিবালয় গঠন

৪৷ সংসদ সচিবালয়ের দায়িত্ব ও কর্তব্য

৫৷ সংসদ সচিবালয়ের কর্তৃত্ব

৬৷ সংসদ সচিবালয়ের কার্যপদ্ধতি

৭৷ সংসদ সচিবালয় কমিশন

৮৷ সংসদ সচিবালয়ের বাজেট

৯৷ বাজেট

১০৷ সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

১১৷ চাকুরীর সাধারণ শর্তাবলী

১২৷ বেতন, ইত্যাদি সম্পর্কে বিধান

১৩৷ শৃংখলামূলক ব্যবস্থা

১৪৷ সংসদের নিকট স্পীকারের দায়িত্ব

১৫৷ সচিবের প্রশাসনিক দায়িত্ব

১৬৷ সংসদ সদস্যদের সংসদ সচিবালয়ের সহিত যোগাযোগ

১৭৷ সংসদ সচিবালয়ের কার্যসময়

১৮৷ অর্থ ব্যয়

১৯৷ সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা হ্রাস-বৃদ্ধি

২০৷ সংসদ সদস্যগণের অবগতিমূলক কর্মসূচী

২১৷ বিধি প্রণয়ন