১৯৯১ সনের ২২ নং আইনের সংশোধন
৯৷
মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর-
(১) ধারা ২ এর-
(ক) দফা (গ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (গ) প্রতিস্থাপিত হইবে, যথা :-
“(গ) “উপকরণ” (input) অর্থ সকল প্রকার কাঁচামাল, মোড়ক সামগ্রী, সেবা এবং যন্ত্রপাতি; তবে শ্রম, ভূমি, ইমারত, অফিস যন্ত্রপাতি ও যানবাহন ইহার অন্ত্মর্ভুক্ত হইবে না;”;
(খ) দফা (ঘ) এর পর নিম্নরূপ নূতন দফা (ঘঘ) সন্নিবেশিত হইবে, যথা:-
“(ঘঘ) “কমিশন” অর্থ এই আইনের ধারা ৮ক এর অধীন গঠিত টার্ণওভার কর নির্ধারণ কমিশন;”;
(গ) দফা (ঞ) এর পর নিম্নরূপ নূতন দফা (ঞঞ) সন্নিবেশিত হইবে, যথা:-
“(ঞঞ) “চেয়ারম্যান” অর্থ কমিশনের চেয়ারম্যান;”;
(ঘ) দফা (দ) এর পর নিম্নরূপ নূতন দফা (দদ) সন্নিবেশিত হইবে, যথা:-
“(দদ) “বেঞ্চ” অর্থ কমিশনের এক বা একাধিক সদস্যের সমন্বয়ে গঠিত কোন বেঞ্চ;”;
(ঙ) দফা (ম) এর “বাংলাদেশে” শব্দটির পর “তত্কর্তৃক” শব্দটি সন্নিবেশিত হইবে;
(চ) দফা (ফ) এর পর নিম্নরূপ নূতন দফা (ফফ) সন্নিবেশিত হইবে, যথা:-
“(ফফ) “সদস্য” অর্থ কমিশনের কোন সদস্য এবং চেয়ারম্যানও ইহার অন্ত্মর্ভুক্ত হইবেন;”;
(২) ধারা ৫ এ-
(ক) উপ-ধারা (৪) এর শর্তাংশের পরিবর্তে নিম্নরূপ শর্তাংশ প্রতিস্থাপিত হইবে, যথা :-
“তবে শর্ত থাকে যে, কোন নির্দিষ্ট সেবার তেগত্রে বোর্ড, আদেশ দ্বারা, প্রকৃত মূল্য সংযোজনের অথবা তত্কর্তৃক এতদুদ্দেশ্যে সরকারী গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে মূল্য সংযোজনের নির্ধারিত হারের ভিত্তিতে মূল্য সংযোজন কর ধার্য করিতে পারিবে৷”;
(খ) উপ-ধারা (৬) বিলুপ্ত হইবে;
(৩) ধারা ৮ এর পর নিম্নরূপ নূতন ধারাসমূহ সন্নিবেশিত হইবে, যথা :-
“৮ক৷ টার্ণওভার কর নির্ধারণ কমিশন- (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ধারা ৮ এর অধীন দুই শতাংশ হারে টার্ণওভার কর প্রদানের পরিবর্তে বার্ষিক ভিত্তিতে প্রদেয় টার্ণওভার কর নির্ধারণ এবং সংশিস্্নষ্ট বিভাগীয় কর্মকর্তাগণ কর্তৃক গৃহীত টার্ণওভার কর সম্পর্কিত যে কোন সিদ্ধান্ত্মের বিরূদ্ধে আপীল নিষ্পত্তির জন্য টার্ণওভার কর নির্ধারণ কমিশন নামীয় একটি কমিশন গঠন করিবে৷
(২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, শুল্ক, আবগারী, মূল্য সংযোজন কর, আয়কর, বিচারকার্য, হিসাব নিরীতগণ, ব্যবসায়-বাণিজ্য ও প্রশাসন কার্যে বিশেষ জ্ঞান, দতগতা ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিগণের মধ্য হইতে কমিশনের একজন সার্বতগণিক চেয়ারম্যান ও সরকারের বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য সার্বতগণিক বা খণ্ডকালীন সদস্য নিয়োগ করিবে৷
৮খ৷ কমিশনের তগমতা ও দায়িত্ব- (১) কমিশনের তগমতা ও দায়িত্ব চেয়ারম্যান কর্তৃক কমিশনের সদস্যগণের সমন্বয়ে গঠিত বেঞ্চসমূহ কর্তৃক প্রয়োগ ও পালন করা হইবে৷
(২) কমিশনের কোন বেঞ্চ এক বা একাধিক সদস্যের সমন্বয়ে গঠিত হইবে এবং প্রত্যেক বেঞ্চের এলাকা ভিত্তিক অধিতেগত্র চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত হইবে৷
(৩) কমিশনের কোন বেঞ্চের বৈঠকে সভাপতিত্ব করিবেন চেয়ারম্যান :
তবে শর্ত থাকে যে, যে তেগত্রে চেয়ারম্যান কোন বেঞ্চের সদস্য নহেন সে তেগত্রে চেয়ারম্যানের নিকট হইতে এতদুদ্দেশ্যে তগমতাপ্রাপ্ত কোন সদস্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করিবেন৷
(৪) চেয়ারম্যান কমিশন ও উহার বেঞ্চসমূহের কার্যপদ্ধতি নির্ধারণ করিবেন এবং বেঞ্চসমূহের বৈঠকের স্থানসমূহও নির্দিষ্ট করিয়া দিবেন৷
(৫) কোন বিষয়ে সিদ্ধান্ত্ম প্রদানের তেগত্রে কোন বেঞ্চের সদস্যগণের মধ্যে মতানৈক্য দেখা দিলে-
(ক) বিষয়টি সম্পর্কে সংখ্যাগরিষ্ঠের অভিমতের ভিত্তিতে, যদি সংখ্যাগরিষ্ঠতা থাকে, সিদ্ধান্ত্ম গ্রহণ করা হইবে;
(খ) যদি মতানৈক্যের ব্যাপারে কোন বেঞ্চের সদস্যগণ সমভাবে বিভক্ত হন এবং কমিশনের চেয়ারম্যান স্বয়ং উক্ত বেঞ্চের সদস্য না হন, তাহা হইলে বিষয়টি চেয়ারম্যানের নিকট প্রেরণ করা হইবে এবং চেয়ারম্যানের সিদ্ধান্ত্মকে কমিশনের সিদ্ধান্ত্ম বলিয়া গণ্য করা হইবে; এবং
(গ) যদি মতানৈক্যের ব্যাপারে কোন বেঞ্চের সদস্যগণ সমভাবে বিভক্ত হন এবং চেয়ারম্যান স্বয়ং উক্ত বেঞ্চের সদস্য হন, তাহা হইলে চেয়ারম্যানের অভিমত প্রাধান্য পাইবে এবং চেয়ারম্যানের অভিমত অনুসারে কমিশনের সিদ্ধান্ত্ম দেওয়া হইবে৷
৮গ৷ কমিশনের নিকট আবেদন ও আপীল- (১) এই আইনের অন্য কোন ধারায় যাহা কিছু থাকুক না কেন, কোন করদাতা বিধি দ্বারা নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে ধারা ৮ এর অধীন বার্ষিক ভিত্তিতে টার্ণওভার কর নির্ধারণ অথবা সংশিস্্নষ্ট বিভাগীয় কর্মকর্তাগণ কর্তৃক গৃহীত এতদসম্পর্কিত যে কোন সিদ্ধান্ত্মের বিরম্্নদ্ধে আবেদন ও আপীল পেশ করিতে পারিবেন৷
(২) কমিশন আবেদন বা, তেগত্রমত, আপীলটি নিষ্পত্তি করার পূর্বে, আবেদন বা আপীলে বর্ণিত বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও রেকর্ডপত্র তলব করিতে পারিবে এবং বিষয়টির প্রকৃতি ও পরিস্থিতির ভিত্তিতে, আদেশ দ্বারা, আবেদন বা আপীলটি গ্রহণ বা প্রত্যাখ্যান করিতে পারিবে৷
(৩) যে তেগত্রে উপ-ধারা (২) এর অধীন আবেদন বা আপীল গৃহীত হয় সে তেগত্রে কমিশন, সংশিস্্নষ্ট কর্মকর্তার নিকট হইতে প্রয়োজনীয় রেকর্ডপত্র তলব করিতে পারিবে; এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র পরীতগা ও আবেদনকারীকে, এবং প্রযোজ্য তেগত্রে সংশিস্্নষ্ট কর্মকর্তাকে, শুনানীর সুযোগ প্রদান করিয়া আবেদন ও আপীলটি উহা পেশ করার তারিখ হইতে ষাট কার্যদিবসের মধ্যে, নিষ্পত্তি করিবে৷
(৪) উপ-ধারা (২) এর অধীন গৃহীত আবেদন বা আপীল নিষ্পত্তি করার প্রয়োজনে কমিশনের যে কোন সদস্য বা সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা, যুক্তিসংগত নোটিশ প্রদান করিয়া, আবেদনকারীর বা আপীলকারীর ব্যবসায়স্থল, পণ্য প্রস্তুতকরণ বা উত্পাদনের স্থান বা সেবা প্রদানের স্থানে প্রবেশ করিতে পারিবেন এবং তাহার সংশ্লিষ্ট নথিপত্র, যন্ত্রপাতি এবং পণ্য প্রস্তুতকরণ ও উত্পাদন এবং সেবাপ্রদান কার্যক্রম সম্পর্কিত যে কোন তথ্য সংগ্রহ করিতে পারিবেন৷
(৫) কোন করদাতা মূল্য সংযোজন করের আওতায় নিবন্ধনযোগ্য অথবা ধারা ৮ এর অধীন টার্ণওভার কর প্রদানযোগ্য কিনা তাহা নির্ধারণের জন্য এই ধারার অধীনে কমিশনের নিকট কোন আবেদন বা আপীল পেশ করা যাইবে না৷
(৬) কমিশন কর্তৃক প্রদত্ত কোন সিদ্ধান্ত্ম চূড়ান্ত্ম বলিয়া গণ্য হইবে এবং তত্সম্পর্কে কোন আদালত বা কর্তৃপতেগর নিকট কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না৷”;
(৪) ধারা ১৫ এর উপ-ধারা (২) এর শেষ প্রান্ত্মস্থিত দাঁড়ির পরিবর্তে একটি কোলন প্রতিস্থাপিত হইবে এবং তত্পর নিম্নরূপ শর্তাংশ সংযোজিত হইবে, যথা:-
“তবে শর্ত থাকে যে, যে তেগত্রে উক্তরূপ কোন পণ্য সরবরাহ বা সেবা প্রদান বা আমদানি বা রপ্তানি ব্যবসায় পরিচালনা কেন্দ্রীয়ভাবে করা হয় এবং উহার হিসাব-নিকাশ ও রেকর্ডপত্র অনুরূপভাবে সংরতিগত হয়, সে তেগত্রে বোর্ড, সরকারী গেজেটে সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, শুধুমাত্র উক্ত পণ্য সরবরাহের, সেবা প্রদানের বা, তেগত্রমত, আমদানি বা রপ্তানি ব্যবসায়ের সদর দপ্তরকে এই ধারার অধীন নিবন্ধিত করার নির্দেশ প্রদান করিতে পারিবে৷”;
(৫) ধারা ১৭ এর বিদ্যমান বিধানটি উক্ত ধারার উপ-ধারা (১) হিসাবে পুনর্সংখ্যায়িত হইবে এবং তত্পর নিম্নরূপ উপ-ধারা (২) সংযোজিত হইবে, যথা:-
“(২) এই আইনে ভিন্নরূপ যাহা কিছু থাকুক না কেন, বাংলাদেশে প্রস্তুতকৃত, উত্পাদিত বা আমদানিকৃত কোন পণ্যের বিক্রেতা, হস্ত্মান্ত্মরকারী বা ইজারা প্রদানকারী অথবা, দ্বিতীয় তফসিলে বর্ণিত সেবা ব্যতীত, কোন সেবা প্রদানকারী কোন ব্যক্তি যিনি ধারা ১৫ ও উপ-ধারা (১) এর আওতা-বহির্ভূত তিনি ইচ্ছা করিলে করযোগ্য পণ্য সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারী হিসাবে স্বেচ্ছায় নিবন্ধনের জন্য বিধি দ্বারা নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে সংশিস্্নষ্ট কর্মকর্তার নিকট আবেদন করিতে পারিবেন এবং উক্ত আবেদনপত্র সর্বতোভাবে যথাযথ বলিয়া সংশিস্্নষ্ট কর্মকর্তা সন্তুষ্ট হইলে তিনি আবেদনকারীকে নিবন্ধিত করিবেন এবং তাহার ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা উলেস্্নখ করিয়া তাহাকে একটি নিবন্ধনপত্র প্রদান করিবেন; এবং এইরূপ নিবন্ধিত ব্যক্তি এই আইনের অধীন করদাতা হিসাবে বিবেচিত হইবেন এবং এই আইনের অধীন কর নিরূপণ ও পরিশোধ সম্পর্কিত সংশিস্্নষ্ট সকল বিধান তাঁহার তেগত্রে প্রযোজ্য হইবে৷”
(৬) প্রথম তফসিলের প্রথম কলামের শিরনামা সংখ্যা (Heading No.) ১৫.০২ এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(৭) দ্বিতীয় তফসিলের প্রথম কলামের-
(ক) শিরনামা সংখ্যা S০০৪ এর বিপরীতে তৃতীয় কলামে সেবা প্রদানকারী “নির্মাণ সংস্থা” এর ব্যাখ্যায় “অবকাঠামো নির্মাণ করিয়া থাকে বা থাকেন” শব্দগুলির পরিবর্তে “অবকাঠামো নির্মাণ, মেরামত বা রতগণাবেতগণ করিয়া থাকে বা থাকেন” শব্দগুলি ও কমাটি প্রতিস্থাপিত হইবে;
(খ) শিরনামা সংখ্যা S০০৫ এর বিপরীতে তৃতীয় কলামের এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা :-
“পণ্যাগার:
ব্যাখ্যা :
“পণ্যাগার” অর্থ এমন কোন উন্মুক্ত বা অন্যবিধ স্থান যেখানে স্থানীয়ভাবে উত্পাদিত, আমদানিকৃত বা রপ্তানিযোগ্য বা অন্য যে কোন পণ্য পণের বিনিময়ে বা প্রকারান্ত্মরে, মজুদ বা সংরতগণ করা হয়; তবে যে স্থানে কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক তাহার কর পরিশোধিত বা অন্যবিধ নিজস্ব পণ্য অথবা অনিবন্ধিত কোন ব্যক্তির নিজস্ব কোন পণ্য তাহার মালিকানাধীন বা দখলাধীন বা নিয়ন্ত্রণাধীন স্থানে মজুদ বা সংরতগণ করা হয় সেই স্থান ইহার অন্ত্মর্ভুক্ত হইবে না৷”;
(গ) শিরনামা সংখ্যা S০১৫ এর বিপরীতে তৃতীয় কলামের এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা :-
“ফ্রেইট ফরোয়ার্ডার্স এবং ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং সংস্থা :
ব্যাখ্যা :
(ক) “ফ্রেইট ফরোয়ার্ডার্স” অর্থ পণের বিনিময়ে পণ্য মোড়কজাতকরণ বা অন্যের দ্বারা মোড়কজাতকৃত বা মোড়কজাতকরণ ব্যতীত কোন পণ্য বুকিং এর মাধ্যমে গন্ত্মব্যস্থলে প্রেরণের জন্য বাণিজ্যিক ভিত্তিতে পরিবহন ব্যবসায় সংক্রান্ত্ম কার্য সম্পাদনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা;
(খ) “ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং সংস্থা” অর্থ বিদেশ হইতে আমদানিকৃত বা বিদেশে রপ্তানিযোগ্য কোন পণ্য পণের বিনিময়ে বা খোদ-খালাসী (Self-clearance) এর উদ্দেশ্যে শুল্ক আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লতেগ্য
Customs Act, 1969 (IV of 1969) এর section 207 এর অধীন লাইসেন্সপ্রাপ্ত কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷”;
(ঘ) শিরনামা সংখ্যা S০২৪ এর বিপরীতে তৃতীয় কলামের এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা :-
“আসবাবপত্রের বিপণন কেন্দ্র :
ব্যাখ্যা :
“আসবাবপত্রের বিপণন কেন্দ্র” অর্থ নিজস্ব প্রস্তুতকৃত বা অন্যের দ্বারা প্রস্তুতকৃত যে কোন আসবাবপত্র পণের বিনিময়ে বিক্রয়ের স্থান এবং উক্তরূপ আসবাবপত্রের প্রস্তুত ও মেরামতের স্থানও এই ব্যাখ্যার আওতাভুক্ত হইবে৷”;
(ঙ) শিরনামা সংখ্যা S০৩০ এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রিসমূহের পর নিম্নবর্ণিত শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ সংযোজিত হইবে, যথা :-
¤œS০৩১ |
S০৩১.০০ |
“পণের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং এর কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা :
ব্যাখ্যা :
“পণের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং এর কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা” অর্থ পণের বিনিময়ে নিজস্ব পস্্ন্যান্ট, মেশিনারী বা যন্ত্রপাতি দ্বারা অন্যের মালিকানাধীন কোন করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং এর কাজে নিয়োজিত কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷”; |
|
|
|
(৮) তৃতীয় তফসিলের পরিবর্তে এই আইনের দ্বিতীয় তফসিলে বর্ণিত তফসিল প্রতিস্থাপিত হইবে৷ |