কোম্পানী আইন, ১৯৯৪

( ১৯৯৪ সনের ১৮ নং আইন )

(Constitution and incorporation)

৪৷ নির্দিষ্ট সংখ্যার অধিক সংখ্যক ব্যক্তি-সমন্বয়ে অংশীদারী কারবার ইত্যাদি গঠন নিষিদ্ধ

সংঘস্মারক

৫৷ নিগমিত কোম্পানীর গঠন পদ্ধতি

৬৷ শেয়ার দ্বারা সীমিতদায় কোম্পানীর সংঘস্মারক

৭৷ গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানীর সংঘস্মারক

৮৷ অসীমিতদায় কোম্পানীর সংঘস্মারক

৯৷ সংঘস্মারক মুদ্রণ, স্বাক্ষরকরণ ইত্যাদি

১০৷ সংঘস্মারক পরিবর্তনের ক্ষেত্রে বাধা-নিষেধ

১১৷ কোম্পানীর নাম এবং উহার পরিবর্তন

১১ক।    সীমিতদায় কোম্পানী সনাক্তকরণ (Indication of Limited Company)

১২৷ সংঘস্মারক পরিবর্তন

১৩৷ পরিবর্তন অনুমোদনের ক্ষেত্রে আদালতের ক্ষমতা

১৪৷ আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা (discretion) প্রয়োগ

১৫৷ পরিবর্তন অনুমোদনের পরবর্তী কার্যবিধি

১৬৷ বর্ধিত সময়ের মধ্যে নিবন্ধনে ব্যর্থতার ফলাফল

সংঘবিধি

১৭৷ সংঘবিধি নিবন্ধিকরণ

১৮৷ তফসিল-১ এর প্রয়োগ

১৯৷ সংঘবিধির আঙ্গিক ও উহা স্বাক্ষর

২০৷ বিশেষ সিদ্ধান্তক্রমে সংঘবিধির পরিবর্তন

২১৷ সংঘস্মারক বা সংঘবিধি পরিবর্তনের ফলাফল

সাধারণ বিধানাবলী

২২৷ সংঘস্মারক এবং সংঘবিধির কার্যকরতা

২৩৷ সংঘস্মারক এবং সংঘবিধির নিবন্ধন

২৪৷ নিবন্ধনের ফলাফল

২৫৷ নিগমিতকরণ প্রত্যয়নপত্রের চূড়ান্ততা

২৬৷ সদস্যগণকে সংঘস্মারক ও সংঘবিধির প্রতিলিপি প্রদান

২৭৷ সংঘস্মারক বা সংঘবিধিতে উহার পরিবর্তন লিপিবদ্ধকরণ

মুনাফা ব্যতীত ভিন্ন উদ্দেশ্য বিশিষ্ট সমিতি

২৮৷ দাতব্য ও অন্যান্য কোম্পানীর নাম হইতে “সীমিতদায়” বা “লিমিটেড” শব্দটি বাদ দেওয়ার ক্ষমতা

গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানী

২৯৷ গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানী সংক্রান্ত বিধান

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs