কোম্পানী আইন, ১৯৯৪

( ১৯৯৪ সনের ১৮ নং আইন )

প্রারম্ভিক

২৩৪৷ অবলুপ্তির পদ্ধতি

প্রদায়কবৃন্দ (Contributories)

২৩৫৷ প্রদায়ক হিসাবে বর্তমান ও সাবেক সদস্যদের দায়-দায়িত্ব

২৩৬৷ অসীমিতদায় সম্পন্ন পরিচালকগণের দায়

২৩৭৷ প্রদায়ক শব্দের অর্থ

প্রদায়কবৃন্দ (Contributories)

২৩৮৷ প্রদায়কের দায়ের প্রকৃতি

২৩৯৷ প্রদায়কের উত্তরাধিকারী ইত্যাদির দায়-দায়িত্ব

২৪০৷ প্রদায়কের দেউলিয়ার তেগত্রে প্রতিনিধিত্ব

আদালত কর্তৃক অবলুপ্তি

২৪১৷ আদালত কর্তৃক কোম্পানীর অবলুপ্তিযোগ্য পরিস্থিতি

২৪২৷ কোম্পানীর ঋণ পরিশোধের অসমর্থ গণ্য হওয়ার ক্ষেত্রসমূহ

২৪৩৷ কোম্পানী অবলুপ্তির বিষয় জেলা আদালতে প্রেরণ

২৪৪৷ অবলুপ্তির মোকদ্দমা জেলা আদালত হইতে প্রত্যাহার বা অন্য জেলা আদালতে স্থানান্তর

২৪৫৷ অবলুপ্তির জন্য আবেদনের বিধানসমূহ

২৪৬৷ অবলুপ্তি আদেশের ফলাফল

২৪৭৷ আদালত কর্তৃক অবলুপ্তি শুরু

২৪৮৷ আদালত কর্তৃক নিষেধাজ্ঞা প্রদানের এখ্‌তিয়ার

২৪৯৷ আবেদন শুনানীর বিষয়ে আদালতের ক্ষমতা

২৫০৷ অবলুপ্তির আদেশ দানের ক্ষেত্রে মোকদ্দমা ইত্যাদির স্থগিতাবস্থা

২৫১৷ লিকুইডেটর পদে শূন্যতা

২৫২৷ অবলুপ্তির আদেশের অনুলিপি রেজিষ্ট্রারের নিকট দাখিল

২৫৩৷ অবলুপ্তি স্থগিত রাখার ব্যাপারে আদালতের ক্ষমতা

২৫৪৷ আদালত কর্তৃক ঋণদাতা ও প্রদায়কগণের ইচ্ছা-অনিচ্ছা বিবেচনা

সরকারী লিকুইডেটর (Official Liquidator)

২৫৫৷ সরকারী লিকুইডেটর নিয়োগ

২৫৬৷ সরকারী লিকুইডেটর পদত্যাগ, অপসারণ, শূন্যপদ পূরণ ও ক্ষতিপূরণ

২৫৭৷ সরকারী লিকুইডেটর নামকরণ

২৫৮৷ লিকুইডেটরের নিকট কোম্পানীর বিষয়াদির বিবরণ দাখিল

২৫৯৷ লিকুইডেটর কর্তৃক প্রতিবেদন দাখিল

২৬০৷ কোম্পানীর সম্পত্তির হেফাজত

২৬১৷ অবলুপ্তির ক্ষেত্রে পরিদর্শন-কমিটি

২৬২৷ সরকারী লিকুইডেটরের ক্ষমতা

২৬৩৷ সরকারী লিকুইডেটরের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের সীমা

২৬৪৷ সরকারী লিকুইডেটরকে আইনগত সহায়তা দানের বিধান

২৬৫৷ লিকুইডেটর কর্তৃক সভার কার্যবিবরণী-বহি এবং প্রাপ্তির হিসাব আদালতে দাখিল

২৬৬৷ লিকুইডেটরের ক্ষমতা প্রয়োগ ও নিয়ন্ত্রণ

আদালতের সাধারণ (Ordinary) ক্ষমতা

২৬৭৷ প্রদায়কগণের তালিকা প্রণয়ন এবং দায় পরিশোধে কোম্পানীর পরিসম্পদ প্রয়োগ

২৬৮৷ সম্পত্তি হস্তান্তর, অর্পণ ইত্যাদি করানোর ক্ষমতা

২৬৯৷ ঋণ পরিশোধ করিতে প্রদায়কগণকে আদেশদানের ক্ষমতা

২৭০৷ প্রদায়কগণ হইতে আদালত কর্তৃক উক্ত অর্থ তলবের ক্ষমতা

২৭১৷ ব্যাংকে টাকা জমা দেওয়ার আদেশ প্রদানের ক্ষমতা

২৭২৷ লিকুইডেটরের একাউন্টের উপর আদালতের নিয়ন্ত্রণ

২৭৩৷ সাক্ষ্য হিসাবে প্রদায়কের প্রতি আদেশের চূড়ান্ততা

২৭৪৷ সময়মত দাবী প্রমাণে ব্যর্থ পাওনাদারগণের ক্ষেত্রে আদালতের ক্ষমতা

২৭৫৷ প্রদায়কগণের অধিকার সমন্বয়সাধন

২৭৬৷ ব্যয়বহনের ব্যাপারে আদেশদানের ক্ষমতা

২৭৭৷ কোম্পানীর বিলুপ্তি (dissolution)

২৭৮৷ কোম্পানীর সম্পত্তির দখলদার হিসাবে সন্দেহভাজন ও অন্যান্য ব্যক্তির উপর সমনজারীর ক্ষমতা

২৭৯৷ উদ্যোক্তা, পরিচালক প্রমুখগণকে জিজ্ঞাসাবাদ করার আদেশদানের ক্ষমতা

২৮০৷ পলাতক প্রদায়ককে গ্রেফতার করিবার ক্ষমতা

২৮১৷ অন্যান্য কার্যধারা রক্ষণ

আদেশ বলবৎকরণ এবং আদেশের বিরুদ্ধে আপীল

২৮২৷ আদেশ বলবৎ করার ক্ষমতা

২৮৩৷ আদালতের আদেশ অন্য আদালত কর্তৃক বলবৎকরণ

২৮৪৷ এক আদালতের আদেশ অন্য আদালত কর্তৃক বলবৎ করার পদ্ধতি

২৮৫৷ আদেশের বিরুদ্ধে আপীল

স্বেচ্ছাকৃত অবলুপ্তি (Voluntary Winding up)

২৮৬৷ স্বেচ্ছাকৃত অবলুপ্তির পরিস্থিতি

২৮৭৷ স্বেচ্ছাকৃত অবলুপ্তির প্রক্রিয়ার শুরু

২৮৮৷ কোম্পানীর আইনগত মর্যাদার উপর স্বেচ্ছাকৃত অবলুপ্তির প্রভাব

২৮৯৷ স্বেচ্ছাকৃত অবলুপ্তির সিদ্ধান্তের নোটিশ

২৯০৷ স্বচ্ছলতা সম্পর্কিত ঘোষণা

সদস্যগণ কর্তৃক স্বেচ্ছাকৃত অবলুপ্তি

২৯১৷ সদস্যগণ কর্তৃক স্বেচ্ছাকৃত অবলুপ্তির ক্ষেত্রে প্রযোজ্য বিধানসমূহ

২৯২৷ লিকুইডেটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ

২৯৩৷ লিকুইডেটরের শূন্যপদ পূরণ

২৯৪৷ কোম্পানীর সম্পত্তি হস্তান্তরের পণস্বরূপ শেয়ার, ইত্যাদি গ্রহণের ব্যাপারে লিকুইডেটরের ক্ষমতা

২৯৫৷ বৎসরান্তে সাধারণ সভা আহ্বানে লিকুইডেটরের কর্তব্য

২৯৬৷ চূড়ান্ত সভা ও কোম্পানীর অবলুপ্তি

পাওনাদারগণ কর্তৃক স্বেচ্ছাকৃত অবলুপ্তি

২৯৭৷ পাওনাদারগণ কর্তৃক স্বেচ্ছাকৃত অবলুপ্তির ক্ষেত্রে প্রযোজ্য বিধানসমূহ

২৯৮৷ পাওনাদারগণের সভা

২৯৯৷ লিকুইডেটর নিয়োগ

৩০০৷ পরিদর্শন কমিটি নিয়োগ

৩০১৷ লিকুইডেটরের পারিশ্রমিক নির্ধারণ এবং পরিচালকগণের ক্ষমতার অবসান

৩০২৷ লিকুইডেটরের শূন্য পদ পূরণের ক্ষমতা

৩০৩৷ পাওনাদারগণের স্বেচ্ছাকৃত অবলুপ্তির ক্ষেত্রে ২৯৪ ধারার প্রয়োগ

৩০৪৷ বৎসরান্তে কোম্পানী ও পাওনাদারগণের সভ্য আহ্বানে লিকুইডেটরের কর্তব্য

৩০৫৷ চূড়ান্ত সভা ও অবলুপ্তি

সাধারণ বিধানাবলী

৩০৬৷ যে কোন ধরনের স্বেচ্ছাকৃত অবলুপ্তির ক্ষেত্রে প্রযোজ্য সাধারণ বিধানসমূহ

৩০৭৷ কোম্পানীর সম্পত্তি বিলি-বন্টন

৩০৮৷ স্বেচ্ছাকৃত অবলুপ্তির ক্ষেত্রে লিকুইডেটরের ক্ষমতা ও কর্তব্য

৩০৯৷ স্বেচ্ছাকৃত অবলুপ্তির ক্ষেত্রে লিকুইডেটর নিয়োগ ও অপসারণে আদালতের ক্ষমতা

৩১০৷ লিকুইডেটর কর্তৃক তাহা নিয়োগ সম্পর্কে নোটিশ প্রদান

৩১১৷ পাওনাদারগণের উপর সমঝোতার (arrangement) বাধ্যবাধকতা

৩১২৷ প্রয়োগকৃত ক্ষমতা সংক্রান্ত প্রশ্নের উপর সিদ্ধান্তের জন্য আদালতে আবেদনের অধিকার

৩১৩৷ স্বেচ্ছাকৃত অবলুপ্তির ব্যয়

৩১৪৷ পাওনাদার ও প্রদায়কগণের অধিকার সংরক্ষণ

৩১৫৷ স্বেচ্ছাকৃত অবলুপ্তির কার্যধারা প্রয়োগে আদালতের ক্ষমতা

আদালতের তত্ত্বাবধান সাপেক্ষে অবলুপ্তি

৩১৬৷ তত্ত্বাবধান সাপেক্ষে অবলুপ্তির আদেশ প্রদানের ক্ষমতা

৩১৭৷ তত্ত্বাবধান সাপেক্ষে অবলুপ্তির জন্য আবেদনের ফলাফল

৩১৮৷ আদালত কর্তৃক পাওনাদার ও প্রদায়কগণের অভিপ্রায় বিবেচনাপূর্বক সিদ্ধান্ত গ্রহণ

৩১৯৷ লিকুইডেটর নিয়োগ ও অপসারণের জন্য আদালতের ক্ষমতা

৩২০৷ তত্ত্বাবধান আদেশের ফলাফল

৩২১৷ তত্ত্বাবধান সাপেক্ষে অবলুপ্তি পরিচালনাকারী লিকুইডেটরকে সরকারী লিকুইডেটর পদে নিয়োগ

পরিপূরক বিধানসমূহ

৩২২৷ অবলুপ্তি আরম্ভ হওয়ার পর হস্তান্তর, ইত্যাদি পরিহার

৩২৩৷ সকল প্রকার দেনা প্রমাণ সাপেক্ষে

৩২৪৷ দেউলিয়া কোম্পানীসমূহের অবলুপ্তির ক্ষেত্রে দেউলিয়াত্ব সংক্রান্ত আইনের প্রয়োগ

৩২৫৷ অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ

৩২৬৷ কতিপয় সম্পদের দাবী পরিত্যাগ

৩২৭৷ প্রতারণামূলক অগ্রাধিকার

৩২৮৷ কতিপয় ক্ষেত্রে ক্রোক, ডিক্রিজারী ইত্যাদি পরিহার

৩২৯৷ অবলুপ্তি আরম্ভের পর সৃষ্ট চার্জের পরিমাণ

৩৩০৷ অবলুপ্তির সাধারণ পরিকল্পনা অনুমোদন

৩৩১৷ কতিপয় অপকর্মের ব্যাপারে পরিচালক, ইত্যাদির বিরুদ্ধে আদালত কর্তৃক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা

৩৩২৷ কাগজপত্র বিনষ্টকরণ ইত্যাদির দণ্ড

৩৩৩৷ অপরাধী পরিচালক ইত্যাদিকে ফৌজদারীতে সোপর্দ করা

৩৩৪৷ মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি

৩৩৫৷ দণ্ড

৩৩৬৷ পাওনাদার অথবা প্রদায়কের অভিপ্রায় জানিবার উদ্দেশ্যে সভা আহ্বান

৩৩৭৷ কোম্পানীর দলিলপত্রের সাক্ষমূল্য

৩৩৮৷ দলিলপত্র পরিদর্শন

৩৩৯৷ কোম্পানীর দলিলপত্র নিষ্পত্তিকরণ

৩৪০৷ কোম্পানীর বিলুপ্তি বাতিল ঘোষণার ব্যাপারে আদালতের ক্ষমতা

৩৪১৷ নিষ্পন্নাধীন অবলুপ্তি সম্পর্কিত তথ্য

৩৪২৷ লিকুইডেটর কর্তৃক ব্যাংকে টাকা জমাদান

৩৪৩৷ অদাবীকৃত লভ্যাংশ ও অবিলিকৃত পরিসম্পদ কোম্পানী অবলুপ্তি সংক্রান্ত হিসাবে জমাদান

৩৪৪৷ আদালত এবং কতিপয় ব্যক্তির সমীপে এফিডেভিট সম্পাদন

বিধি প্রণয়ণে আদালতের ক্ষমতা

৩৪৫৷ বিধি প্রণয়নে সুপ্রীম কোর্টের ক্ষমতা

বহি হইতে নিষ্ক্রিয় কোম্পানীর নাম বর্জন

৩৪৬৷ নিষ্ক্রিয় (defunct) কোম্পানীর নাম নিবন্ধন বহি হইতে কাটিয়া দেওয়া

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs