কোম্পানী আইন, ১৯৯৪

( ১৯৯৪ সনের ১৮ নং আইন )

৩৭৮৷ বিদেশী কোম্পানীর ক্ষেত্রে ৩৭৯ হইতে ৩৮৭ ধারার প্রয়োগ

৩৭৯৷ বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী বিদেশী কোম্পানী কর্তৃক দলিলপত্র ইত্যাদি রেজিষ্ট্রারের নিকট দাখিল

৩৮০৷ বিদেশী কোম্পানীর হিসাব নিকাশ

৩৮১৷ বিদেশী কোম্পানীর নাম, ইত্যাদি উল্লেখ করার বাধ্যবাধকতা

৩৮২৷ বিদেশী কোম্পানীর উপর নোটিশ ইত্যাদি জারী

৩৮৩৷ কোন কোম্পানীর ব্যবসাস্থল বন্ধের নোটিশ

৩৮৪৷ দণ্ড

৩৮৫৷ এই খণ্ডের বিধান পালনে ব্যর্থতা সত্ত্বেও কোম্পানীর চুক্তিঘটিত দায়-অক্ষুন্ন

৩৮৬৷ এই খণ্ডের অধীন দলিলপত্র নিবন্ধনের ফিস

৩৮৭৷ ব্যাখ্যা

৩৮৮৷ শেয়ার বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাবের উপর বাধা-নিষেধ

৩৮৯৷ প্রসপেক্টাসের ক্ষেত্রে পালনীয় বিষয়

৩৯০৷ শেয়ার বিক্রির প্রস্তাবের উপর বাধা-নিষেধ

৩৯১৷ চার্জের তেগত্রে প্রযোজ্য বিধান

৩৯২৷ রিসিভার নিয়োগের নোটিশ ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য বিধান

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs